জেলা

অকাল ঝড় বৃষ্টিতে ডুবে গেল নদী পারাপারের জন্য তৈরি বাঁশের পুল

মনসারাম কর: সম্প্রতি পশ্চিমবঙ্গে হানা দিয়েছে আমফান। লন্ডভন্ড হয়েছে রাজ্যের একাধিক জেলা। এই আকাল ঝড় বৃষ্টিতে শুকিয়ে কাঠ হয়ে যাওয়া আরামবাগ-ঘাটাল নদী কুল অনেকাংশ জলে ভরে গিয়েছে। এই নদীপথের একটি অংশ ঝুমি নামে পরিচিত।

ঝুমি নদীর উপর বেশ কিছু বাঁশের পুল রয়েছে যা হুগলী ও পশ্চিম মেদিনীপুরের সাথে সরাসরি যোগসূত্র তৈরি করেছে। হঠাৎ নদীর জল বেড়ে যাওয়ায় ডুবে গিয়েছে ঝুমি নদীর উপর পারাপারের জন্য তৈরি বাঁশের পুলের একাংশ। সমস্যায় পড়েছেন দুই তীরের যাত্রীরা।

Loading

Leave a Reply