ক্যাপ্টেন বিরাট কোহলিকেই দরাজ সার্টিফিকেট দিলেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্যতম সদস্য এবি ডি ভিলিয়ার্স। তিনি জানিয়েছেন কোহলি একজন আগ্রেসিভ প্লেয়ার। তিনি সামনে থেকে দলকে নেতৃত্ব দেন। আইপিএল ক্যারিয়ার এ সর্বোচ্চ রানের অধিকারী পাঁচ হাজারের বেশি রান করে ফেলেছেন। কিন্তু দলগতভাবে সাফল্য না পাওয়ায় তার ব্যক্তিগত সাফল্য খুব একটা সামনে আসছে না। তবে আইপিএল এর খেতাব ঘরে তুলতে না পারলেও কোহলির অধিনায়কত্বে নিয়ে কোন প্রশ্ন উঠতে পারে না ৷
উনি সবসময় খেলোয়াড়দের পাশে থাকেন। সমস্ত প্লেয়ারদের সঙ্গে কথা বলেন। তাদের মতামতের গুরুত্ব দেন। কোনও টোটকা নয়, পরিশ্রমেই বিশ্বাসী অধিনায়ক কোহলি। এবার টিম নিয়েও যথেষ্ট আশাবাদী এবি। তার তার দাবি এবার রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দলে যথেষ্ট ভারসাম্য রয়েছে। তাই ভালো পারফরম্যান্স করার ব্যাপারে সকলেই আশাবাদী। অ্যারন ফিঞ্চের মতো ব্যাটসম্যান আশায় টিমের সত্যিই অনেক বেড়েছে। এছাড়া মিডল অর্ডারে মঈন আলি ক্রিস মরিস এর উপস্থিতি দলকে শক্তি জোগাবে। তাই এবারের আইপিএল রয়ালদের জন্য অন্যরকম হতে চলেছে।