রাজ্য

অনিল বিশ্বাসের দেখানো পথেই হাঁটছে রাজ্য বিজেপি।

সিপিএমের প্রয়াত রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস প্রতিটি নির্বাচনের আগে দলকে টার্গেট দিতেন। আর সেই টার্গেট নিয়ে লড়তে হতো দলকে। এর ফল ও ফলত হাতেনাতে। এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও একই পথ অনুসরণ করলেন। দলের বৈঠকে বঙ্গ বিজেপি নেতৃত্ব কে তিনি 2021 এর নির্বাচনের টার্গেট ফিক্সড করে দিলেন।

তিনি জানান আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপিকে 50% ভোট পেতেই হবে। তিনি মনে করেন লোকসভা নির্বাচনে বিজেপি 40 শতাংশ ভোট পেয়েছিল। লোকসভা নির্বাচনের আগে বিজেপির ভোট ছিল 10 শতাংশ। এই ভোট প্রাপ্তি যদি সম্ভব হয় তাহলে বিধানসভা নির্বাচনে কেন আরো 10 শতাংশ ভোট বাড়ানো যাবে না? আর এই ভোট বাড়ানোর গেলে অন্য কোন সমীকরণের উপর বিজেপিকে আর নির্ভর করতে হবে না।

একক শক্তি নিয়েই বিজেপি বঙ্গ দখল করবে।বিগত লোকসভা নির্বাচনে বিজেপি যেখানে ৪০ শতাংশ ভোট পেয়েছে, সেখানে তৃণমূল পেয়েছে ৪৩ শতাংশ ভোট। আর ২০১৬-র নির্বাচনেও তৃণমূল পেয়েছিল মোট ৪৫ শতাংশ ভোট। বিজেপি সেখানে পেয়েছিল ১০ শতাংশের কিছু বেশি ভোট। আর ২০১১ সালে তৃণমূল প্রায় ৩৯ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় এসেছিল। বিজেপি ভোট ছিল তখন ৬-৭ শতাংশ।এই অবস্থায় বিজেপি ২০২১-এ ৫০ শতাংশ ভোট প্রাপ্তির লক্ষ্যমাত্রা রেখেছে। সেই অঙ্ককে মাথায় রেখে তৃণমূলের বিরুদ্ধে সম্মুখ সমরে অবতীর্ণ হচ্ছে বিজেপি। বিজেপি মনে করছে লোকসভা যে পথ দেখিয়েছে, সেই পথেই জয় আসবে। বিজেপি যদি ১০ শতাংশ থেকে বেড়ে ৪০ শতা্ংশে পৌঁছতে পারেও, তাহলে ৪০ থেকে বেড়ে ৫০-এ নয় কেন। সেটাই এখন চ্যালেঞ্জ বিজেপির।

Sponsor Ad

Loading

Leave a Reply