করন্যাস জেরে স্তব্ধ হয়ে গেছে গোটা পৃথিবী। ধনী-দরিদ্র সাধারণমানুষ, সেলিব্রেটি, হিন্দু-মুসলিম, জৈন, খ্রিস্টান সবই আজ এক হয়ে গেছে। সমস্ত ধরনের মানুষই এই মুহূর্তে লড়াই করছে করোনা নামক ভাইরাসের সঙ্গে। বেশ কিছুদিন আগেই বলিউডের বেবি ডল কনিকা কাপুর আক্রান্ত হন করোনায়। তাকে হাসপাতালে ভর্তি করা হলে একাধিক বিতর্ক তৈরি হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন। অন্তত বিভিন্ন খবরে এমনটাই প্রকাশ। এরপর চারবার করোনা টেস্ট করা হয়। প্রতিবারই পজেটিভ আসে। স্বাভাবিকভাবে ভক্তদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছিল। শেষ পর্যন্ত গতকাল কনিকা কাপুর এর রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গেছে।
সম্প্রতি বলিউডের গায়িকা কনিকা কাপুরের করোনাভাইরাস ধরা পড়েছিল। বিদেশ থেকে ফিরে ১০০ জনের সঙ্গে পার্টিও করেছিলেন কনিকা কাপুর। এ কারণে নেটিজেনদের তীব্র রোষের মুখে পড়েছেন কনিকা কাপুর। তার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে ইতিমধ্যেই।লখনৌ এর পিজিআই হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, এখনই হাসপাতাল থেকে রিলিজ করা হবেনা কনিকা কাপুরকে। আরও একবার তার করোনা পরীক্ষা করা হবে, যদি সেবার তার রিপোর্ট নেগেটিভ আসে তাহলেই তাকে হোম কোয়ারান্টিনের নির্দেশ দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ রিলিজ করবে তাকে।