ত্রিপুরা থেকে বিশ্বেশ্বর মজুমদার এর রিপোর্ট ঊনকোটি জেলা:- অভাবের তাড়নায় একমাসের পুত্রসন্তান বিক্রি। ১৭ দিন পর কৈলাশহর চাইল্ড লাইন ও কৈলাসহর থানার পুলিশের তৎপরতায় বিক্রি হওয়া সন্তান উদ্ধার। চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো গৌরনগর ব্লকের ঊনকোটি এডিসি ভিলেজের ধাতুছড়াএলাকা থেকে।
কৈলাশহর মহাকুমার অধীন গৌরনগর ব্লক এলাকার ঊনকোটি এডিসি ভিলেজের ধাতু ছড়া এলাকার বাসিন্দা স্বপন বাল্মিকী দাসের একটি পুত্র সন্তান জন্ম হয় ১৩/০১/২০১৯ তারিখে।পেশায় দিনমজুর স্বপন বাল্মিকী দাসের নিজেরই যখন খাবার জুটছে না তখন এই পুত্র সন্তান কিভাবে লালন-পালন করবে সেই হতাশা নিয়েই সন্তান জন্ম হওয়ার ঠিক এক মাসের মাথায় কৈলাশহর গৌরনগর এলাকার বাসিন্দা রূবেল আলমের কাছে নগদ ৫ হাজার টাকা ও ৪ টি শাড়ির বিনিময়ে নিজের পুত্র সন্তান বিক্রি করে দেয় স্বপন বাল্মিকী দাস।
বিষয়টি কৈলাশহর চাইল্ড লাইনের গোচরে এলে আজ কৈলাশহর চাইল্ড লাইন কৈলাশহর থানার পুলিশের সহায়তা নিয়ে গৌরনগর এলাকার বাসিন্দা পেশায় গাড়িচালক রুবেল আলমের বাড়ি থেকে বিক্রি হওয়া সন্তান উদ্ধার করে। এ ব্যাপারে রুবেল আলম এর স্ত্রী ঘটনার সত্যতা স্বীকার করে জানান যে তাদের নিজের সন্তান না থাকায় তারা এই সন্তান এনেছি। অপরদিকে স্বপন বাল্মিকী দাস প্রথমদিকে ঘটনা অস্বীকার করলেও পরবর্তী সময় পুলিশের কাছে স্বীকার করেছে সে অভাবের তাড়নায় সন্তান বিক্রি করতে বাধ্য হয়েছে পেশায় দিনমজুর তার বিপিএল কার্ড নেই দীর্ঘ এক থেকে দেড় বছর ধরে কোন রেখার মজুরি পায়নি বলে জানিয়েছে স্বপন পাশাপাশি বর্তমানে কোন কাজ নেই তাই হতাশাগ্রস্ত হয়ে সন্তান বিক্রি করতে বাধ্য হয় সে।