জেলা

অভিনব পন্থায় মদপাচার, মালদায় পুলিশের জালে ৩

লকডাউনে রাজ্যজুড়ে বন্ধ মদের দোকান । এনিয়ে চরম সমস্যায় মাদকাসক্তরা । বিভিন্ন সময় মদে কালোবাজারির অভিযোগ উঠছে। অন্যপথে মদ বিক্রির অভিযোগ ওঠে। এবার অভিনব পন্থায় মদপাচারের ছবি উঠে এলে মালদায়।সরাসরি অ্যাম্বুলেন্সে করে মদপাচারের ঘটনা ধরা পড়ল। পুলিশের নাকা চেকিংয়ের সময় ধরা পড়ল মদ বোঝাই অ্যাম্বুলেন্স।মদপাচারের অভিযোগে গ্রেপ্তার চালক সহ ৩ যুবক। মালদহের হবিবপুর এর আইহোর ঘটনা। উদ্ধার প্রচুর বিদেশি মদ।

স্থানীয়দের অভিযোগ, অনেক এলাকায় চুপিসারে চলছে মদের কালোবাজারি । কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে মদ। এমন অভিযোগ আসছিল পুলিশ ও প্রশাসনের কাছে। কিন্তু, কিভাবে মদের কারবার চলছে তার হদিশ পাচ্ছিল না পুলিশ। কিন্তু, শুক্রবার সকালে হবিবপুর থানার নাকা চেকিংয়ের সময় অ্যাম্বুলেন্সে মদ পাচারের ঘটনা প্রকাশ্যে চলে আসে । ধৃত প্রত্যেকের বাড়ি ইংরেজবাজার থানার নিউ গয়েশপুর এলাকায়। জানা গিয়েছে, লকডাউন মদের দোকান বন্ধ থাকলেও ছাড় রয়েছে অ্যাম্বুলেন্স চলাচলের। কৌশলে এই সুযোগ কেই কাজে লাগাই মদ পাচার চক্র। সাধারণভাবে জেলার কোথাও অ্যাম্বুলেন্স থামিয়ে তল্লাশি করা হয় না । এরই ফাঁক গলে গত কয়েকদিন ধরেই চলছিল দেদার মদ পাচার। পুলিশ জানিয়েছে, এদিন মালদা-নালাগোলা রাজ্য সড়কে আইহো এলাকায় নাকা চেকিং এর সময় একটি স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাম্বুলেন্স আটক করা হয়।

গাড়িতে সুস্থ অবস্থায় দুই যুবককে দেখে সন্দেহ হয় পুলিশের। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে অ্যাম্বুলেন্স চালকের কথায় অসঙ্গতি মেলে। পরে গাড়িতে শুরু হয় তল্লাশি । সেখানে দেখা যায় অ্যাম্বুলেন্সের ভেতরে রয়েছে বেশ কয়েক বোতল দামি বিদেশি মদ । এরপর এই তিন জনকে গ্রেপ্তার করা হয়। বেশ কয়েক হাজার টাকার মদ বাজেয়াপ্ত করে পুলিশ । এই ঘটনার পরে জেলার অন্যান্য এলাকাতেও অ্যাম্বুলেন্সের উপর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

Loading

Leave a Reply