বিনোদন

অভিনেত্রীর জ্যাকেটের খোলা চেন থেকে ফুটে উঠল অন্তর্বাস। মুহূর্তের ছবি ভাইরাল।

টলি বা বলি নায়িকাদের কোন সাহসী ফটোশুট হলে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে নেটিজেনরা। আর যদি জনপ্রিয় নায়িকার অন্তর্বাস বা অন্তর্বাস ঠেলে কিছু উঁকি দেয় তাহলে তো কথাই নেই। এই যেমন এখন নেটিজেনরা মেতেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে।জাম রঙা জ্যাকেটের চেন খোলা, স্পষ্ট অন্তর্বাস…অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের এই ছবি মুহূর্তে ‘ভাইরাল’ নেট দুনিয়ায়। নেটিজেনদের একাংশ যেমন অভিনেত্রীর সাহসীকতার তারিফ করেছেন, একাংশ আবার শুরু করেছেন জলঘোলা করা! রাজ চক্রবর্তীর সুপারডুপার হিট ছবি ‘চিরদিনই তুমি যে আমার’-এর হাত ধরে প্রকাশ্যে আসে রাহুল-প্রিয়াঙ্কা জুটি। দর্শক পছন্দ করেছিল এই জুটিকে।শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও ‘চিরদিনই তুমি যে আমার’-এর শপথ নিয়েছিলেন রাহুল প্রিয়াঙ্কা, ধুমধাম করে বিয়েও হয়!রাহুল-প্রিয়াঙ্কার সংসার সেই সময়ে রীতিমত ইর্ষণীয় বিষয় ছিল… খুশি যেন উপচে পড়ছে! এরপর তাঁদের জীবন আলো করে এল ছেলে সহজ।

এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। প্রেম পরিণতি নেয় তিক্ততায় রাহুল-প্রিয়াঙ্কার গনগনে প্রেম দ্বারস্থ হয় আদালতের। বিবাহ বিচ্ছেদ হয়ে যায় কপোত-কপোতির।বর্তমানে দু’জনেই দু’জনের মত করে জীবনটা গুছিয়ে নিয়েছেন। কেরিয়ারের দিক থেকেও অনেকটা এগিয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা। একের পর এক সফল ছবি, পাইপলাইনে রয়েছে বড়-বড় প্রজেক্ট। ইদানীং প্রিয়াঙ্কা অনেক বেশি সাহসী! তাঁর সম্প্রতিতম ফোটোশ্যুট-এর এই ছবি আপাতত ‘ভাইরাল নেটদুনিয়ায়! এককথায় কাঁপিয়ে- বেরাচ্ছে। যদিও ভাইরাল ছবি নিয়ে অভিনেত্রী অবশ্য কোনো কথা বলেননি। অনেকে বলছেন কিছুদিন আগে চেহারায় অত্যন্ত ভারী হয়ে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছিলেন প্রিয়াঙ্কা। এখন আবার শরীরের মোচড় কাত করছেন দর্শকদের। এই মুহূর্তে কেরিয়ারের চূড়ায় অবস্থান করছেন এই অভিনেত্রী।

Loading

Leave a Reply