টলি বা বলি নায়িকাদের কোন সাহসী ফটোশুট হলে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে নেটিজেনরা। আর যদি জনপ্রিয় নায়িকার অন্তর্বাস বা অন্তর্বাস ঠেলে কিছু উঁকি দেয় তাহলে তো কথাই নেই। এই যেমন এখন নেটিজেনরা মেতেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে।জাম রঙা জ্যাকেটের চেন খোলা, স্পষ্ট অন্তর্বাস…অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের এই ছবি মুহূর্তে ‘ভাইরাল’ নেট দুনিয়ায়। নেটিজেনদের একাংশ যেমন অভিনেত্রীর সাহসীকতার তারিফ করেছেন, একাংশ আবার শুরু করেছেন জলঘোলা করা! রাজ চক্রবর্তীর সুপারডুপার হিট ছবি ‘চিরদিনই তুমি যে আমার’-এর হাত ধরে প্রকাশ্যে আসে রাহুল-প্রিয়াঙ্কা জুটি। দর্শক পছন্দ করেছিল এই জুটিকে।শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও ‘চিরদিনই তুমি যে আমার’-এর শপথ নিয়েছিলেন রাহুল প্রিয়াঙ্কা, ধুমধাম করে বিয়েও হয়!রাহুল-প্রিয়াঙ্কার সংসার সেই সময়ে রীতিমত ইর্ষণীয় বিষয় ছিল… খুশি যেন উপচে পড়ছে! এরপর তাঁদের জীবন আলো করে এল ছেলে সহজ।
এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। প্রেম পরিণতি নেয় তিক্ততায় রাহুল-প্রিয়াঙ্কার গনগনে প্রেম দ্বারস্থ হয় আদালতের। বিবাহ বিচ্ছেদ হয়ে যায় কপোত-কপোতির।বর্তমানে দু’জনেই দু’জনের মত করে জীবনটা গুছিয়ে নিয়েছেন। কেরিয়ারের দিক থেকেও অনেকটা এগিয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা। একের পর এক সফল ছবি, পাইপলাইনে রয়েছে বড়-বড় প্রজেক্ট। ইদানীং প্রিয়াঙ্কা অনেক বেশি সাহসী! তাঁর সম্প্রতিতম ফোটোশ্যুট-এর এই ছবি আপাতত ‘ভাইরাল নেটদুনিয়ায়! এককথায় কাঁপিয়ে- বেরাচ্ছে। যদিও ভাইরাল ছবি নিয়ে অভিনেত্রী অবশ্য কোনো কথা বলেননি। অনেকে বলছেন কিছুদিন আগে চেহারায় অত্যন্ত ভারী হয়ে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছিলেন প্রিয়াঙ্কা। এখন আবার শরীরের মোচড় কাত করছেন দর্শকদের। এই মুহূর্তে কেরিয়ারের চূড়ায় অবস্থান করছেন এই অভিনেত্রী।
প্রত্যন্ত গ্রাম। সেখানে বাড়িতে বসে মোবাইলের সিগনাল পাওয়া অত্যন্ত দুষ্কর ব্যাপার। কিন্তু পড়াশোনা তো আর থেমে থাকে না। তাই মোবাইলের সিগনাল পেতে গাছের উপর উঠে পড়েছে ছাত্র৷ গাছেতে মোবাইলের সিগনাল রয়েছে। তাই সেখানে বসেই নিজের পাশাপাশি বন্ধুদেরও হোমওয়াক পেতে সাহায্য করছে ওই জনৈক ছাত্র। সম্প্রতি হরিয়ানার দাপানা গ্রামের একটি ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়। সেই ভিডিও চোখে […]
পৌরানিক গল্প ও কল্প বিজ্ঞানের আধারে তৈরি হতে চলা একটি ওয়েব সিরিজের প্রযোজনা করতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেট দুনিয়ায় তিনি অন্যতমা। ভারতীয় ক্রিকেটের এই মহাতারকা ধোনি গত বছরই ফিল্ম দুনিয়ায় প্রযোজকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ফের আরও একবার বিনোদন দুনিয়ায় প্রযোজকের ভূমিকায় দেখা যেতে চলেছে মহেন্দ্র সিং ধোনিকে। জানা যাচ্ছে, ধোনির প্রযোজনায় যে ওয়েব সিরিজটি […]
ভালোবাসা কোনও বয়স মানে না। মনের মিলন যেকোনও বয়সেই হতে পারে। তারই প্রমাণ দিয়েছেন দুই অভিনেতা অভিনেত্রী। বৃহস্পতিবার রাতেই ৭৫ বছর বয়সে তাঁর দীর্ঘদিনের সঙ্গীকে বিয়ে করেছিলেন জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে। তাদের এই বিয়ের অনুষ্ঠানে অনেক সেলিব্রেটিকে উপস্থিত থাকতে দেখা যায়। ছিলেন রাজ্যের একজন মন্ত্রীও। যদিও বিয়ের পরের দিন এই তীব্র শ্বাসকষ্টের সমস্যার জন্য হাসপাতালে […]