টলি বা বলি নায়িকাদের কোন সাহসী ফটোশুট হলে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে নেটিজেনরা। আর যদি জনপ্রিয় নায়িকার অন্তর্বাস বা অন্তর্বাস ঠেলে কিছু উঁকি দেয় তাহলে তো কথাই নেই। এই যেমন এখন নেটিজেনরা মেতেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে।জাম রঙা জ্যাকেটের চেন খোলা, স্পষ্ট অন্তর্বাস…অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের এই ছবি মুহূর্তে ‘ভাইরাল’ নেট দুনিয়ায়। নেটিজেনদের একাংশ যেমন অভিনেত্রীর সাহসীকতার তারিফ করেছেন, একাংশ আবার শুরু করেছেন জলঘোলা করা! রাজ চক্রবর্তীর সুপারডুপার হিট ছবি ‘চিরদিনই তুমি যে আমার’-এর হাত ধরে প্রকাশ্যে আসে রাহুল-প্রিয়াঙ্কা জুটি। দর্শক পছন্দ করেছিল এই জুটিকে।শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও ‘চিরদিনই তুমি যে আমার’-এর শপথ নিয়েছিলেন রাহুল প্রিয়াঙ্কা, ধুমধাম করে বিয়েও হয়!রাহুল-প্রিয়াঙ্কার সংসার সেই সময়ে রীতিমত ইর্ষণীয় বিষয় ছিল… খুশি যেন উপচে পড়ছে! এরপর তাঁদের জীবন আলো করে এল ছেলে সহজ।
এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। প্রেম পরিণতি নেয় তিক্ততায় রাহুল-প্রিয়াঙ্কার গনগনে প্রেম দ্বারস্থ হয় আদালতের। বিবাহ বিচ্ছেদ হয়ে যায় কপোত-কপোতির।বর্তমানে দু’জনেই দু’জনের মত করে জীবনটা গুছিয়ে নিয়েছেন। কেরিয়ারের দিক থেকেও অনেকটা এগিয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা। একের পর এক সফল ছবি, পাইপলাইনে রয়েছে বড়-বড় প্রজেক্ট। ইদানীং প্রিয়াঙ্কা অনেক বেশি সাহসী! তাঁর সম্প্রতিতম ফোটোশ্যুট-এর এই ছবি আপাতত ‘ভাইরাল নেটদুনিয়ায়! এককথায় কাঁপিয়ে- বেরাচ্ছে। যদিও ভাইরাল ছবি নিয়ে অভিনেত্রী অবশ্য কোনো কথা বলেননি। অনেকে বলছেন কিছুদিন আগে চেহারায় অত্যন্ত ভারী হয়ে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছিলেন প্রিয়াঙ্কা। এখন আবার শরীরের মোচড় কাত করছেন দর্শকদের। এই মুহূর্তে কেরিয়ারের চূড়ায় অবস্থান করছেন এই অভিনেত্রী।
পল মৈত্র,গঙ্গারামপুর মহকুমাঃ- ডিজিটাল যুগে ব্রাত্য সিনেমাহলগুলি। স্মার্ট ফোনের যুগে হলমুখি দর্শকদের সংখ্যা হাতে গোনা মাত্র আর সেকারনে হল কতৃপক্ষরা কার্যত বসে মাছি তাড়াচ্ছেন। আগে একটা সময়ে বছরের বিভিন্ন অনুষ্ঠানে আপামর বাঙালীরা সিনেমা হলে ভীড় জমাতেন তার মধ্যে ৮ থেকে ৮০ ও প্রেমীক যুগলরা। আবার সপরিবারে অনেকে হলমুখি হতেন কিন্তু এসব এখন অতীত। বর্তমানে স্মার্ট […]
মুম্বই যেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পরিণত হয়েছে। মুম্বাইতে (পাকিস্তান) গণতন্ত্রের মৃত্যু হচ্ছে। কঙ্গনা রানাউত সম্প্রতি মহারাষ্ট্র সরকার এবং প্রশাসনের বিরুদ্ধে এভাবেই তোপ দাগেন। যা নিয়ে মহারাষ্ট্র সরকার এবং শিবসেনার সঙ্গে অভিনেত্রীর সংঘাত চরমে মাত্রায় পৌঁছেছে। সেই কারণেই এবার ডি কোম্পানি অর্থাত দাউদ ইব্রাহিমের নিশানায় পড়তে পারেন কঙ্গনা রানাউত। দাউদের ইশারায় তাঁর ডি কোম্পানি কঙ্গনাকে খুনও […]
সংসার সুখের হয় পরস্পর বোঝাপড়ায়। আর এই বোঝাপড়া বাড়াতে গেলে একে অপরকে সুখী রাখাটা খুব গুরুত্বপূর্ণ। সংসার ঠিকঠাক রাখতে হলে স্ত্রীকে সুখি রাখাটা কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। রুটগার্স বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় বলা হয়েছে, সংসারে স্বামীর তুলনায় স্ত্রীকে সুখী রাখা বেশি কঠিন। আপনার কী মনে হয়? তাই নয় কি? তাই, তাই দেরি না করে আজ থেকেই […]