মোদির দ্বিতীয় মন্ত্রিসভায় চমক হিসেবে অর্থমন্ত্রীর দায়িত্ব পান নির্মলা সীতারামন। যদিও মন্ত্রিত্ব কাল খুব একটা ভালো যাচ্ছে না এই মহিলা অর্থমন্ত্রীর। দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতের অর্থনীতির বেহাল দশার কঙ্কালসার অবস্থা বেরিয়ে এসেছে সকলের কাছেই। ক্রমশঃ নিন্মমুখী জিডিপির হার। তাই আসন্ন সাধারণ বাজেট কি নির্মলা সীতারামন অর্থমন্ত্রী হিসেবে শেষ বাজেট পেশ হতে চলেছে? দিল্লির বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকে কান পাতলেই এই কথাই শোনা যাচ্ছে। কিছুদিন আগেও যা ছিল কানাঘুঁষোর পর্যায়ে ছিল।
তা এখন প্রকাশ্যেই আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। কেন্দ্রীয় সরকারি আমলারাও প্রকাশ্যে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সম্ভাব্য অপসারণের বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছেন। কিন্তু সত্যিই যদি নির্মলা সীতারামনকে অর্থমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে তাঁর জায়গায় দায়িত্ব নেবেন কে? সেটাই এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে। সর্বত্র এখন এই আলোচনাই চলছে। সূত্রের খবর, সম্ভাব্য অর্থমন্ত্রীর নাম হিসেবে প্রথম সারিতে রয়েছে আইসিআইসিআই ব্যাংকের প্রাক্তন শীর্ষ কর্তা কে ভি কামাথ।
পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী অরাজনৈতিক ওই ব্যক্তিত্ব শিল্প-বাণিজ্য মহলে খুবই জনপ্রিয়। মোদি সরকারের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলের প্রথম সারির নেতাদের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে তাঁর। এই জনসংযোগের ক্ষমতাকেই এবার হাতিয়ার করতে পারে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত পূর্ণমন্ত্রী হিসেবে নির্মলা সীতারামন দায়িত্ব নেওয়ার পর থেকেই আমজনতার প্রত্যাশা বেড়েছিল। সেই প্রত্যাশা পূরণ করতে গিয়ে তিনি বিরাট কিছু সাফল্য পাননি বলেই মনে করছে বাণিজ্য মহল। তাই নির্মলার প্রতি তাদের এই অনাস্থাই সরকারকে বিকল্প ভাবনা ভাবার জন্য বাধ্য করছে বলেই অনেকের মত।