ফের ‘বিতর্কের’ শিরোনামে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।’গোরুর দুধ থেকে সোনা বের করার’ কথা নিয়ে সারা রাজ্য জুড়ে সমালোচিত হয়েছিলেন তিনি। তারপর বেশ কয়েকটি বিতর্কিত মন্তব্য করে বসেন রাজ্য সভাপতি। সোমবার ফের বিতর্কিত কর্মকাণ্ড করে বসলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যা নিয়ে সারা রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র নিন্দা।
সূত্র থেকে জানা গেছে, সোমবার ছিল নদিয়ার কৃষ্ণনগরে সিএএ এবং এনআরসির সমর্থনে বিজেপির অভিনন্দন যাত্রা। যোগদান করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যাত্রা শেষে একটি পথসভা করছিলেন দিলীপবাবুরা। স্বাভাবিকভাবে রাজ্য সভাপতি সভাকে ঘিরে কর্মী-সমর্থকদের উৎসাহ উদ্দীপনাও তুঙ্গে ছিল। সভা সংলগ্ন এলাকা ভরে গিয়েছিল কর্মী-সমর্থকদের ভিড়ে। এদিন হঠাৎ করেই রাস্তাতে একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স চলে আসে। আর এর পরেই দীলিপবাবু যা কর্মকাণ্ড করে বসলেন তাতে করে হতচকিত কর্মী-সমর্থকদের একাংশ।
সঙ্গে সঙ্গে সভা মঞ্চ থেকে দিলীপ ঘোষের দাওয়াই অ্যাম্বুলেন্সকে অন্য পথ দিয়ে ঘুরে যেতে হবে। এই দিকে প্রচুর জনসমাগম রয়েছে। এদিকে কোনওভাবেই আম্বুলান্সকে নিয়ে যাওয়া যাবে না। স্বাভাবিকভাবে বিজেপির রাজ্যের সর্বোচ্চ নেতার কাণ্ড দেখে স্তম্ভিত কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ। যা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল সাইটে শুরু হয়েছে দিলীপ ঘোষকে কটুক্তি। তৃণমূল নেতৃত্বের দাবি, এদিন দিলীপ ঘোষ কর্মী সমর্থকদের যেভাবে অ্যাম্বুলেন্সকে অন্যত্র নিয়ে যাওয়ার কথা বলছিলেন তাতে করে মনে হয় যে কোন মুহূর্তে উত্তেজিত হয়ে কর্মী-সমর্থকরা অ্যাম্বুলেন্স ভাঙচুর চালিয়ে ফেলতে পারতেন। স্বাভাবিকভাবে একজন রাজ্য নেতার এহেন কর্মকাণ্ড থেকে পরিষ্কার নিচু তলার কর্মীরা সাধারণ মানুষকে কি চোখে দেখবেন। সবমিলিয়ে অভিনন্দন যাত্রায় দিলীপ ঘোষের কর্মসূচিকে ঘিরে যথেষ্টই উদ্বেগে গেরুয়া শিবির।