রাজ্য

অ্যাম্বুলেন্স ইস্যুতে দিলীপ ঘোষকে শবক শেখালেন মমতা ব্যানার্জী

বারাসতে পদযাত্রার মাঝেই এসে পড়ে অ্যাম্বুল্যান্স। মিছিল থামিয়ে অ্যাম্বুল্যান্স যাওয়ার পথ করে দেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, দিনকয়েক আগে নদিয়ার কৃষ্ণনগরে জেলার প্রশাসনিক ভবনের সামনে সভা করছিলেন দিলীপ ঘোষ। ঠিক তখনই সেখান দিয়ে যাচ্ছিল একটি অ্যাম্বুল্যান্স। কিন্তু অ্যাম্বুল্যান্সকে পথ ছাড়েননি দিলীপবাবু। বরং নিদান দেন, এখান দিয়ে যেতে দেওয়া হবে না। লোকে রাস্তায় বসে আছে।

বিরক্ত হবেন ওনারা। ঘুরিয়ে অন্য দিক দিয়ে চলে যান। দিলীপের এমন হুঙ্কারের পর অ্যাম্বুল্যান্স ঘুরিয়ে নিতে বাধ্য হন চালক। তখন রাজ্য সভাপতি বলেন,”সভা বানচাল করতে চক্রান্ত করে অ্যাম্বুল্যান্স পাঠিয়েছিল তৃণমূল।” এরপরই এই ঘটনায় নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন মঞ্জিরা বিবি নামে ওই প্রসূতির এক আত্মীয়।

এমন সময়েই পদযাত্রা থামিয়ে অ্যাম্বুল্যান্স যাওয়ার রাস্তা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সিএএ বিরোধী পদযাত্রায় ছিলেন মন্ত্রী সুজিত বসু, মমতাবালা ঠাকুর ও অন্যান্য নেতানেত্রীরা।

Loading

Leave a Reply