দেশ

অ্যাম্বুলেন্স না পেয়ে স্কুটারে করে নিয়ে যাওয়ার জেরে মৃত্যু হল ১ ব্যক্তির।

শ্বাসকষ্টের জন্য কোনও অ্যাম্বুলেন্স নিয়ে যেতে সম্মতি দেয়নি। অগত্যা মোটর বাইকে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ফলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৬০ বছর বয়সি বৃদ্ধ পাণ্ডু চন্দন। চিকিৎসাকর্মী ও তাঁর পরিজনের অনুমান করোনাতেই আক্রান্ত ছিলেন তিনি। সময় মতো চিকিৎসা না হওয়াতেই মৃত্যু হয়েছে তাঁর।



জানা গেছে, ইন্দোরের বরেলি চৌকি, করোনা কন্টকিত এলাকার বাসিন্দা পাণ্ডু চন্দন (৬০) শ্বাসকষ্টে ভুগছিলেন। তাঁর ভাইয়ের অভিযোগ, হাসপাতাল থেকে সামান্য ওষুধপত্র দিয়েই ছেড়ে দেওয়া হয় তাঁকে। এরপরে মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ফের হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয় পরিবার। কিন্তু বিপদের মুখে কোনও অ্যাম্বুলেন্সই তাকে নিতে চায়নি। বাধ্য হয়ে তাঁকে স্কুটারে বসিয়েই রওনা হন তাঁর ভাই। পরে মহারানা যশবন্ত্র (এমওয়াই) হাসপাতালে পৌঁছলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ওই ব্যক্তির পরিবারের অন্যান্যদের রক্তের নমুনা পরীক্ষা করা হচ্ছে।



Loading

Leave a Reply