জেলা

আইনকে তোয়াক্কা না করেই হুগলিতে বিজেপির খাদ্যসামগ্রী বিলি, বিতর্ক।

লকডাউনের সময় অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পরা মানুষদের “খাদ্য সংকট” মেটাতে গিয়েই হয়তো “সংকট” ডেকে আনল বিজেপি। শনিবার হুগলি সাংগঠনিক জেলা চুঁচুড়ার হরিজনপল্লি এলাকায় দুস্থ মানুষদের মধ্যে চাল,ডাল বিতরণের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন দলের হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জী সহ বিজেপি নেতৃত্ব। এই কর্মসূচির উদ্দেশ্য মহৎ হলেও কোনওরকম পূর্ব পরিকল্পনা ছাড়াই সম্পূর্ণ আইন বিরুদ্ধভাবে ব্যাপক জমায়েতের মধ্যেই সেইসমস্ত খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল এলাকাবাসীদের হাতে। যেই ভিড়ে উপস্থিত ছিল আট থেকে আশি। দু’একবার বলা ছাড়া সেই ভিড় এড়ানোর কোন প্রচেষ্টাই চালাতে দেখা গেল না বিজেপির সাংগঠনিক জেলা নেতৃত্বদের।

প্রসঙ্গত, নদীয়ার তেহট্টের ১ মহিলার দৌলতে শুক্রবার রাতেই রাজ্যের করোনার সংখ্যা একলাফে দশে পৌঁছেছে। সেই খবরেই সারারাজ্য জুড়ে তোলপাড় পড়ে গেছে। তারপরেই বিজেপির এরকম বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষুব্ধ এলাকার মানুষ।

যদিও বিজেপি নেতা গৌতম চ্যাটার্জীর কেন্দ্রীয় সরকারের সুনাম করার পাশাপাশি জমায়েত প্রসঙ্গে তার সাফাই আমরা জমায়েত করছি না। তবে যারা ক্ষুধার্থ তারা খাবার দেখে তো ছুটে আসবেই।

অন্যদিকে এ বিষয়ে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত বলেন, বর্তমান পরিস্থিতিতে রাজনীতি ভূলে সমস্ত দল গরীব মানুষের সাহায্যে এগিয়ে আসুক সেটা রাজ্যের মুখ্যমন্ত্রীই চান। কিন্তু এভাবে জমায়েত করে খাদ্যসামগ্রী দিলে সংকট মোচনের থেকে সংকটকেই ডেকে আনা হবে। এতে মানুষেরই বিপদ। সবমিলিয়ে বিজেপির খাদ্যসামগ্রী বিলিকে ঘিরে জেলাজুড়ে শুরু হয়েছে জোরচর্চা।

Loading

Leave a Reply