রাজ্য

আইনজীবী বিকাশ ভট্টাচার্য্যকে মুখ করে কলকাতা পুরসভা নির্বাচনে লড়তে চলেছে বামেরা।

প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যকেই ফের মেয়র মুখ করে কলকাতা পুরভোটে প্রতিদ্বন্দ্বিতার ভাবনা শুরু করেছে সিপিএম। এমনকী প্রদেশ কংগ্রেস নেতৃত্বের কাছেও সেই প্রস্তাব দিয়েছে আলিমুদ্দিনের কর্তারা।
জানা গেছে, কলকাতা জেলা বামফ্রন্টের বৈঠকে সিপিএম নেতৃত্ব বিকাশের মতো কাউকে মেয়র মুখ করার কথা বলা হয়। পুরভোটে আসন সমঝোতা নিয়ে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী, তরুণ ব্যানার্জি এবং কল্লোল মজুমদারের মতো জেলা নেতারা সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লকের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। সেখানেই মেয়র মুখ হিসেবে কোনও নেতাকে সামনে আনার সিদ্ধান্ত হয়। 

সূত্রের খবর, সিপিএমের এই কৌশলকে সমর্থন করছেন সিপিআইয়ের জেলা সম্পাদক প্রবীর দেব, আরএসপি’‌র তপন মিত্র, ফরওয়ার্ড ব্লকের সুদীপ ব্যানার্জি–সহ শরিক নেতারাও। এই বিষয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‌মেয়র হিসেবে কাউকে মুখ করা হলে মানুষের মধ্যে ভরসা তৈরি হয়। মানুষ সেই ব্যক্তির তুল্যমূল্য বিচার করতে পারেন। কখনও কখনও পরিস্থিতির বিচারে উপযুক্ত ব্যক্তিকে মেয়র হিসেবে তুলে ধরার কৌশল কার্যকরী হতে পারে।’ প্রসঙ্গত উল্লেখ্য, একদা মেয়র ছিলেন বিকাশ। বাম আমলে ছিলেন ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল। ২০০৫ সালে কলকাতা পুরভোটেই প্রথম নির্বাচনী রাজনীতিতে প্রবেশ। তারপর কলকাতার মেয়র। কিন্তু রাজ্যসভা এবং লোকসভায় প্রার্থী হয়ে পরাজয়ের মুখই দেখতে হয়েছিল তাঁকে।

কংগ্রেস সূত্রে জানা গেছে, কাউকে মুখ না করেও ভোটে জেতা যায়। আবার মুখ থাকলে সুবিধাও পাওয়া যায়। ব্যক্তির ভাবমূর্তি যদি সঠিক না হয় তখন নেতিবাচক প্রভাবও পড়তে পারে। কলকাতায় ১৪৪টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস ৬২টি ওয়ার্ডের একটি তালিকা সিপিএম নেতৃত্বকে দিয়েছে। তার মধ্যে থেকেই ৪০–৪৫টি ওয়ার্ডে লড়াই করতে চাইছে কংগ্রেস। ফের আগামী ৮ মার্চ বামফ্রন্ট ও কংগ্রেস নেতৃত্ব এই বিষয়ে বৈঠকে বসতে চলেছে বলে খবর। এখন দেখার বৈঠকের বিকাশে শিলমোহর পড়ে কি না?

Loading

Leave a Reply