দেশ স্বাস্থ্য

আইনিভাবে গর্ভপাতের সময়সীমা বাড়িয়ে ২৪ মাস করছে কেন্দ্র

আইনিভাবে গর্ভপাতের সময়সীমা ৪ সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ১৯৭১ সালের মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগন্যান্সি আইন অনুযায়ী ২০ সপ্তাহ পেরোলেই গর্ভপাত নিষিদ্ধ ছিল  কেন্দ্রীয় মন্ত্রিসভা সেই সময়সীমা বাড়িয়ে ২৪ সপ্তাহ করার সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভা ছাড়পত্র পাওয়ার পর প্রস্তাবিত ‘এমটিপি সংশোধনী বিল ২০২০’ আসন্ন বাজেট অধিবেশনে পেশ করা হবে। তবে শুধুমাত্র ধর্ষিতা, নাবালিকা ও বিশেষভাবে সক্ষম মহিলাদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে।

সে ক্ষেত্রে সাধারণ মহিলাদের ক্ষেত্রে গর্ভপাতের বর্ধিত সময়সীমা প্রযোজ্য হবে কি না, তা নিয়ে অবশ্য এই নতুন আইনে ধোঁয়াশা থাকছে। তবে মেডিক্যাল বোর্ড কোনও ভ্রুণে গঠনগত কোনও ত্রুটি পেলে সেক্ষেত্রে অবশ্য গর্ভপাতের বর্ধিত সময়সীমা প্রযোজ্য নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, এনএটিপি সংশোধনী আইনে উল্লেখিত কিছু বিশেষ ক্ষেত্রে নিরাপদ আইনি গর্ভপাতের সুবিধা কুড়ি সপ্তাহ থেকে বাড়িয়ে ২৪ সপ্তাহ পর্যন্ত করা হচ্ছে। ধর্ষিতা, নাবালিকা, বিশেষ ক্ষমতা সম্পন্ন সহ বিশেষ এই ক্ষেত্রে আর কারা থাকবেন তা সুস্পষ্ট করা হবে সংশোধনী আইনে।

আমরা আসছি…….

Loading

Leave a Reply