আইসিডিএস সেন্টার গুলি ১৫ ই মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার। চাল, আলু সহ বিভিন্ন খাদ্যদ্রব্য আগের মতো আবার একবার করে সরবরাহ করা হবে অঙ্গনারী কেন্দ্র থেকে। ২০ এপ্রিলের মধ্যে অঙ্গনারী কেন্দ্র থেকে এগুলি পাওয়া যাবে। অর্থাৎ পড়ুয়ারা অাগের বার যেভাবে স্কুলে গিয়ে চাল এবং আলু সংগ্রহ করেছিল ঠিক সেভাবেই চাল, আলু সংগ্রহ করতে পারবে ২০ এপ্রিল পর্যন্ত। অথবা অঙ্গনারী কেন্দ্র থেকে বাড়ি বাড়ি গিয়ে ওই সমস্ত খাদ্যদ্রব্য তুলে দেওয়া হবে বাড়িতে বাড়িতে।
এছাড়াও পশ্চিমবঙ্গের বাইরে চিকিৎসা করাতে গিয়ে অথবা বেড়াতে গিয়ে যে সমস্ত মানুষজন আটকে পড়েছেন ভিন রাজ্যে, তাদেরকে সাহায্য করবেন পশ্চিমবঙ্গ সরকার। ভিন রাজ্যে আটকে পড়া মানুষদেরকে সাহায্য করা হবে সরকারি তরফ থেকে। যে সমস্ত মানুষদের অসুবিধা হচ্ছে তারা সরকারকে জানালে অল্প কিছু করে সাহায্য পাবেন বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এমনকি তিনি আরো বলেন পশ্চিমবঙ্গের ভিতরে যে সমস্ত মানুষজনের খাবারের অভাব হচ্ছে তাদেরও খাবার পৌঁছে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। তবে তিনি বিশেষভাবে অনুরোধ করেন কোনোভাবে সাংবাদিকরা বা অন্য কেউ যদি খবর পান কোন মানুষ খেতে পাচ্ছেন না, তাহলে অবশ্যই প্রশাসনকে জানালে সুব্যবস্থা হবে।