খেলা

আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে কোহলি, দ্বিতীয় রোহিত

অধিনায়ক এবং সহ-অধিনায়ক দুজনের মধ্যে সুস্থ লড়াই চলছেই। তবে এটা কোনও ইগোর লড়াই নয়, পারফরমেন্সে একে-অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াই। দলের ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেনের মধ্যে এই সুস্থ লড়াইটাই বোধহয় ভারতীয় ক্রিকেট দলের সাফল্যের অন্যতম চাবিকাঠি। আইসিসির ওয়ানডে রেংকিং এ নিজেদের স্থান ধরে রাখলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।

সোমবার প্রকাশিত তালিকা অনুযায়ী ৮৮৬ পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তবে তার ঠিক পরেই ৮৬৮ পয়েন্ট নিয়ে দু’নম্বর জায়গায় অবস্থান করছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। তবে বিরাট ও রোহিত ছাড়া প্রথম দশে ভারতীয় দলের আর কোনও ব্যাটসম্যান অবশ্য নেই। অন্যদিকে বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের জসপ্রিত বুমরাহ। চোটের জন্য বেশ কয়েক মাস খেলতে পারেননি বুমরাহ। দীর্ঘদিন বাদে অস্ট্রেলিয়ার সঙ্গে ঘরের মাঠে মাঠে দেখা যায় বুমরাহকে। ৭৬৪ পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন এক নম্বরে। ৭৩৭ পয়েন্টে দ্বিতীয় স্থানে আছেন ট্রেন্ট বোল্ট। আফগানিস্তানের মুজিবুর রহমান ৭০১ পয়েন্ট পেয়ে রয়েছেন তৃতীয় স্থানে। এদিকে অলরাউন্ডারদের মধ্যে এক নম্বরে রয়েছেন ইংল্যান্ডের তারকা বেন স্টোকস। তার সংগ্রহ ৩০৪ পয়েন্ট। এদিকে চার ধাপ এগিয়ে প্রথম দশে জায়গা করে নিয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

Loading

Leave a Reply