দেশ

আগামীকালই এক লক্ষ ছাড়াতে পারে ভারতের করোনা আক্রান্তের সংখ্যা।

শেষ ২৪ ঘণ্টায় ভারতবর্ষে করোনা আক্রান্তের হার যা ছিল সেই একই হারে আগামী ২৪ ঘণ্টায় যদি আক্রান্ত হয় তাহলে আগামীকাল সকালের মধ্যেই এক লক্ষ ছাড়াতে পারে ভারতের করোনা আক্রান্তের সংখ্যা।

আজ সকাল পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার ছাড়াল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে ১৮ মে সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯৬,১৬৯। এখনও পর্যন্ত কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৩০২৯ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬,৮২৪ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫২৪২ জন। মৃত্যু হয়েছে ১৫৭ জনের। আর সুস্থ হয়েছেন ২৭১৫ জন। দেশে এখন সুস্থতার হার ৩৮.২৮ শতাংশ। ভারতে এখন কোভিড অ্যাকটিভ কেসের সংখ্যা ৫৬৩১৬।

Loading

Leave a Reply