করোনা আতঙ্কের জেরবার সারা পৃথিবী। ইতালিতে চলছে মৃত্যুর মিছিল। ভারতবর্ষে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মানুষ যখন কোন রকমে নিজেদের বাঁচিয়ে রাখার তাগিদে ঘরবন্দি হয়েছে। ইতিমধ্যেই সরকারি অনুরোধের বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশন, বিভিন্ন ধর্মীয় স্থানে জনসমাগম বন্ধ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করছেন মন্দির, মসজিদ, গির্জা সমস্ত জায়গাতেই আপাতত কিছুদিনের জন্য জনসমাগম বন্ধ রাখা হয়। এই অবস্থায় বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশন পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে করোনা ভাইরাস কারণে বর্তমান বিশেষ পরিস্থিতির নিরিখে পশ্চিমবঙ্গের সমস্ত মসজিদের ইমাম, সেক্রেটারী ওমোতোয়াল্লিদের কাছে অনুরোধ আগামীকাল থেকে সমস্ত মসজিদের গেট বন্ধ রাখার।জানিয়েছেন আজান চালু থাকবে। ইমাম সাহেব চার-পাঁচজনকে নিয়ে জামাত চালু রাখবেন। বাকি সাধারণকে আপাতত মসজিদে প্রবেশ করতে না দিয়ে নিজের বাড়িতে নামাজ পড়ার অনুরোধ জানানো হয়েছে। এই নির্দেশিকা আগামী 9 এপ্রিল বৃহস্পতিবার সবেবরাতের দিন পর্যন্ত বহাল থাকবে বলেও জানানো হয়েছে।