দেশ

আগামীকাল মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্স শেষে ফের জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী !

শনিবার ফের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, তারপরই লকডাউন নিয়ে ফের জাতির উদ্দেশে বক্তৃতা দিতে পারেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই ঘোষণা করতে পারেন লকডাউনের মেয়াদ আদৌ বাড়ানো হচ্ছে কিনা, হলেও তা কত দিনের।

প্রসঙ্গত, লকডাউনের মেয়াদ যে বাড়তে চলেছে তার প্রাথমিকভাবে ইঙ্গিত গত ৮ এপ্রিলের সর্বদলীয় বৈঠকেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই একাধিক রাজ্য সরকার প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছে, লকডাউনের মেয়াদ বাড়ানোর জন্য। বেশকয়েকটি রাজ্য ইতিমধ্যেই লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এমনকি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ইঙ্গিত দিয়ে গতকাল বলেছেন, মনে হয় লকডাউন বাড়বে। সরকারি সূত্রে খবর, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে বক্তৃতা দিয়ে ঘোষণা করবেন লকডাউন বাড়ানোর বিষয়টি। ব্যাখা করবেন, কেন তা করা হচ্ছে। এখন দেখার কবে জাতির উদ্দেশে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী এবং কী বলেন।

Loading

Leave a Reply