দেশ

আগামীকাল সকাল ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার সকাল ১০টায় ফের একবার জাতির উদ্দেশ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সোমবার প্রধানমন্ত্রীর দফতরের তরফেই টুইটারে এই ঘোষণা করা হয়েছে৷ মঙ্গলবারই প্রথম পর্যায়ের একুশ দিনের লকডাউন শেষ হচ্ছে৷এদিন লকডাউন নিয়ে নতুন ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী৷ করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াই দেশ কোন জায়গায় দাঁড়িয়ে, এই সংকট থেকে বেরিয়ে আসতে সরকারের পরিকল্পনাই বা কী, সে সমস্ত কিছুই প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসার কথা৷ ইতিমধ্যেই ওড়িশা, পাঞ্জাব, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গের মতো রাজ্য ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করেছে৷



প্রসঙ্গত, গত শনিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই বৈঠকেও অধিকাংশ মুখ্যমন্ত্রীই করোনা ভাইরাস সংক্রমণ রুখতে লকডাউনের মেয়াদ বৃদ্ধির পক্ষেই সওয়াল করেছিলেন৷ লকডাউনের মেয়াদ বৃদ্ধি ছাড়া উপায় নেই বলে প্রধানমন্ত্রীও স্বীকার করে নিয়েছিলেন৷ প্রধানমন্ত্রী মঙ্গলবার কী ঘোষণা করেন, সেটাই এখন দেখার ৷


Loading

Leave a Reply