চলতি বছরেই নিউ টাউন থেকে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের বাস ধাপে ধাপে তুলে নেওয়া হবে। পরিবর্তে সরকারি ভর্তুকিতে চলবে বেসরকারি সংস্থার ইলেকট্রিক বাস। যা পরিবেশবান্ধব শহর হিসেবে নিউটাউনের পরিবহনে নয়া মাত্রা যোগ করবে। এর জন্য কেন্দ্রের পরামর্শ মেনে টেন্ডারের মাধ্যমে রাজ্য ফোটন মোটর ইন্ডিয়া ইলেক্ট্রো মোবাইল নামে একটি সংস্থার সঙ্গে চুক্তি করেছে। কিলোমিটারে ৮৬ টাকা অর্থাৎ মাসে রাজ্য সরকার ভাড়া দেবে ৪ লক্ষ ৩০ হাজার টাকা। শর্ত একটাই প্রত্যেক মাসে প্রতিটি বাসকে ন্যূনতম পাঁচ হাজার কিলোমিটার চালাতে হবে। যাত্রীদের ভাড়া দিতে হবে চালু সরকারি হারেই। বাস যাত্রীদের কাছে টিকিট বিক্রির কোনও ক্ষমতা থাকবে না বেসরকারি সংস্থার।
পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের কন্ডাক্টর নিয়োগ করা হবে। এই টিকিট বিক্রির টাকা কন্ডাক্টর জমা দেবেন নিগমে। পরিবহণ দপ্তরের কর্তারা জানিয়েছেন, টিকিট বিক্রি থেকে মাসিক ভাড়ার টাকা উঠলে সমস্যা নেই। কম হলে রাজ্য সরকার ভর্তূকি দেবে। ১৫ জুলাইয়ের মধ্যে নিউটাউনে বেসরকারি সংস্থাকে বাস নামাতে হবে। আগামী বছরের ১৫ জানুয়ারির মধ্যে তারা ৫০টি বাস নামাবে। রাজ্যের বক্তব্য, নিউটাউন ঘিরে কলকাতা ও শহরতলির বিভিন্ন প্রান্তে এই বাস চলবে। এই মুহূর্তে নিউটাউনকে কেন্দ্র করে পরিবহণ নিগমের ১২ টি রুট রয়েছে। যেসব রুটে দৈনিক গড়ে ৫০-৬০টি বাস চলাচল করে। বেসরকারি সংস্থার ইলেকট্রিক বাস পথে নামলে ধাপে ধাপে নিগমের বাস তুলে নেওয়া হবে। তবে সবটাই নির্ভর করবে অবশ্য যাত্রীদের চাহিদার উপর।