আন্দামান ও নিকোবরে আগেই প্রবেশ করে ফেলেছে বর্ষা। এবার নির্দিষ্ট সময়েই ভারতের মূল ভূখণ্ডে ঢুকে পড়ল। কেরলে ১ জুম থেকে বর্ষা আসার কথা ঘোষণা করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি এবার বর্ষা স্বাভাবিক ছন্দে থাকবে বলেও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। যেভাবে বর্ষা এগচ্ছে, তাতে উত্তরবঙ্গে শীঘ্রই মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হবে বলেও মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গেও আগামী সপ্তাহে বর্ষা ঢোকার আশা রয়েছে। এদিকে, দু’টি নিম্নচাপ অক্ষেরেখার প্রভাব রয়েছে পশ্চিমবঙ্গে। একটি উত্তরবঙ্গে থাকায় তার প্রভাবে বৃষ্টি চলছে। আপাতত বৃষ্টিপাত চলবে বলে হাওয়া অফিস জানিয়েছে।
অন্যদিকে ওড়িশায় একটি অক্ষরেখা অবস্থান করায়, তার প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এসবের কারণে চলতি সপ্তাহে গোটা রাজ্যেই প্রাক বর্ষার বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। গত এপ্রিল মাসে বর্ষার বৃষ্টি নিয়ে প্রথম পূর্বাভাস দিয়েছিল তারা। এবার তারা জানিয়েছে, এবার স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি বৃষ্টি হবে। এদিকে, জুলাই ও আগস্ট মাসে যে খরিফ শস্যের চাষ হয়, সেই সময়ও ভালো বৃষ্টির খবর দিচ্ছে হাওয়া অফিস। এর ফলে স্বস্তি পেয়েছেন চাষিরাও।