আগামী ১০ জানুয়ারি কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।শহরে এসে রাজভবনেই থাকবেন মোদি। ১১ জানুয়ারিবপোর্ট ট্রাস্টের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। ওই দিনই তাঁর দিল্লি ফিরে যাবেন তিনি।
জানা গেছে, এদিন তার কর্মসূচির পাশাপাশি দলীয় ভাবে কর্মসূচি করার জন্য কথা চলছে। এন আর সি ও সি-র সমর্থনে কলকাতায় সভা করার জন্য প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে কথা চলছে। উল্লেখ্য কয়েক দিন আগেই জানা গিয়েছিল এরাজ্যে কলকাতায় আসছেন নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় নেতৃত্ব। এই সমর্থনে একটি সভার কথা ছিল অনেকেরই। আর রাজ্য বিজেপি নেতৃত্ব চাইছেন, মোদিকে দিয়ে CAAর সমর্থনে সভা করানোর জন্য। জোর কদমে তারই প্রস্তুতি চলছে দলের অন্দরেই।