রাজ্য

আগামী ১ এপ্রিল থেকে রাজ্যে উঠে যাচ্ছে ১০৯টি চেকপোস্ট, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগামী ১ এপ্রিল থেকে রাজ্যের ১০৯ টি চেকপোস্ট তুলে নেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার নবান্ন থেকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী জানান, এই মুহূর্তে রাজ্যে মোট ১০৯টি চেক পোস্ট রয়েছে। মাছ থেকে সবজি কিংবা অন্যান্য কৃষিজাত পণ্য যাতায়াতের ক্ষেত্রে এইসব চেকপোস্টে গাড়ি দাঁড় করাতে হয়। এর ফলে অনেকটা সময় নষ্ট হয়। এর জেরে কাঁচা মাল নষ্ট হওয়ারও অনেক অভিযোগ উঠছে। এবার সেই অভিযোগকে গুরুত্ব দিয়েই রাজ্যের সব চেকপোস্ট তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

মু্খ্যমন্ত্রী আরও বলেন, এই চেকপোস্ট তুলে দেওয়ার ফলে রাজ্যের বছরে প্রায় ২০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হবে। তবে এই সব চেকপোস্টের কর্মীরা কাজ হারাবেন না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মোট ৬৫০ কর্মী রয়েছেন চেক পোস্টে। এই সব কর্মীদের বিভিন্ন কৃষক মান্ডিতে কাজে লাগানো হবে।

বিরোধীরা অবশ্য মুখ্যমন্ত্রীর ঘোষণাকে কটাক্ষ করেছেন। তাদের দাবি এই চেকপোস্টগুলিতে দাঁড়িয়ে পুলিশ দিনের-পর-দিন তোলা আদায় করে। আর এর ফলে মুখ পুড়ে রাজ্য সরকারের। আর রাজ্য প্রশাসনকে যাতে বেগ পেতে না হয় তার জন্যই এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর।

Loading

Leave a Reply