আজ মুম্বাইয়ের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। গত বছরের মতো এবারও নাইট শিবিরের মূল ভরসা হতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তবে এবার দলে ভালো ভারসাম্য আসে। কেকেআরের মিডল অর্ডার যথেষ্ট শক্তিশালী। এবার কলকাতা নিয়েছে ইয়ন মর্গ্যানকে। এছাড়া টম ব্যান্টনের মতো ক্রিকেটারও রয়েছেন। যিনি ম্যাচের শুরুর দিকে বিস্ফোরক হতে পারেন। এমনকি নিতিশ রানা শকুনের মতো ভারতীয়রাও যথেষ্ট ছাপ ছাড়তে পারে।
এ বাড়ি 16 কোটি টাকা ব্যয় নাইট রাইডার্স কিনেছে অস্ট্রেলিয়া পেশার প্যাট কামিন্সকে। তার সঙ্গ দিতে তৈরি কুলদীপ যাদব ও মিস্ট্রি স্পিনার সুনীল নারাইন। তবে ফের পুরনো দলের জার্সি গায়ে মাঠে নামতে তৈরি বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন ইয়ন মর্গান। তবে গত আইপিএল গুলির পরিসংখ্যান দেখলেই স্পষ্ট যে মুম্বাই বরাবর বাধা হয়ে দাঁড়িয়েছে কেকেআরের জয়ে। বারবার মুম্বাইয়ের কাছে আটকে গিয়েছে কলকাতার এই ফ্র্যাঞ্চাইজি দল। তবে এবার নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালামের অধীনে জয় দিয়েই আইপিল অভিযান শুরু করতে মরিয়া শাহরুখের দলের ক্রিকেটাররা।