জেলা রাজ্য

আজ আকাশপথে দক্ষিণ চব্বিশ পরগণা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

আজ দক্ষিণ ২৪ পরগনার আমফান বিধ্বস্ত এলাকা হেলিকপ্টারে পরিদর্শন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রাই মমতা ব্যানার্জী। প্রশাসন সূত্রে জানা গেছে, নামখানা, গোসাবা, ক্যানিং, সাগর, কাকদ্বীপ, ঘোড়ামারা‌সহ বিভিন্ন এলাকা এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আকাশপথে মুখ্যমন্ত্রী দেখবেন এই সব এলাকা। পরিদর্শনের পর তিনি নামবেন কাকদ্বীপে। পরিদর্শন করার পর কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক করবেন। ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি উলগানাথনের কাছ থেকে প্রাথমিক রিপোর্ট নেওয়া হয়েছে। শুরু হয়েছে পুনর্নির্মাণের কাজও। ত্রাণ শিবিরে যাঁরা ছিলেন, তাঁরা এখনও সেখানেই আছেন। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপনারা বেরোবেন না।‌

এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকবেন সাংসদ সিএম জাটুয়া, প্রতিভা মণ্ডল, বিধায়কদের মধ্যে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা, দক্ষিণ ২৪ পরগনার তৃণমূলের জেলা সভাপতি ও সাংসদ শুভাশিস চক্রবর্তী, পুলিশ সুপার‌সহ অন্য আধিকারিকেরা। এসডিও এবং বিডিওদেরও থাকতে বলা হয়েছে। প্রত্যেকের কাছ থেকেই মুখ্যমন্ত্রী ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইবেন। মৃতদের পরিবারকে মুখ্যমন্ত্রী আড়াই লক্ষ টাকা করে অর্থ‌‌সাহায্যের কথা ঘোষণা করেছেন। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা। মৃতদের পরিবারের হাতে মুখ্যমন্ত্রী নিজে আর্থিক সাহায্য তুলে দেবেন এদিন।

Loading

Leave a Reply