দেশ

আজ ঠান্ডা বাড়বে, সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা

আজ থেকে ফের তাপমাত্রা নামতে চলেছে আগামী দুদিন বেশ ভালো ঠান্ডা অনুভূত হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। পাশাপাশি আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তিনদিন বৃষ্টির পরিস্থিতি থাকতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। চলতি শীত মরশুমে পরপর পশ্চিমী ঝঞ্ঝার কবলে পড়েছে রাজ্য। একদিকে কাশ্মীর সহ উত্তর ভারতে তুষারপাত হয়। তার জন্য উত্তর বাতাস হাজির হয়েছে রাজ্যে। অন্যদিকে ঝঞ্ঝার প্রভাব তা কখনো কখনো থমকে গিয়েছে।

অন্যদিকে উত্তরে হওয়ার পরিবর্তে দক্ষিণবঙ্গে পুবালি-বাতাস ঢুকেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে আসা জলীয়বাষ্প বৃষ্টির পরিস্থিতি তৈরি করেছে। একাধিকবার বৃষ্টি হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা যেখানে উত্তর ভারত হয়ে ক্রমশ এগিয়ে এসে উত্তর-পূর্ব ভারতে পৌঁছেছে। তখন উত্তরবঙ্গে বিশেষত পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টি ভালোই হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মোটামুটি ভালো ঠান্ডা থাকার পর বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। সকালের দিকে আকাশের মুখ ভার করে থাকে। হালকা বৃষ্টি হয় শহরে। কিন্তু শুক্রবার সকাল থেকেই আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। তাই শনি ও রবিবার মেঘমুক্ত আকাশে ঠাণ্ডা আরো বাড়বে বলে আবহাওয়া দপ্তরের কর্তারা জানাচ্ছেন। তবে সোমবার থেকে ৩ দিন বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।

Loading

Leave a Reply