আজ রবিবাসরীয় বিকেলে সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে বছরের প্রথম ডার্বিতে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মোহনবাগান-ইস্টবেঙ্গল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নামার ৪৮ ঘণ্টা আগেই মোহনবাগান ঐতিহাসিক চুক্তি সেরেছে এটিকের সঙ্গে। তাই ডার্বি ম্যাচে এটিকের কোচ থেকে ফুটবলার সকলেই মোহনবাগানের হয়ে গলা কাটাবেন বলে জানিয়ে দিয়েছেন।
যুবভারতীর কনফারেন্স রুমে এটিকের দুই সদস্য সহকারী কোচ ম্যানুয়েল পেরেজ ও ডিফেন্ডার আগুস গার্সিয়া সেকথাই স্পষ্ট করে দিয়েছেন। ম্যানুয়েল বলেন, আমরা রবিবারের ডার্বিতে মোহনবাগানকে সমর্থন করবো কেন নয় পরের মরসুমে তো আমরা একসঙ্গে খেলব তবে রবিবার গ্যালারিতে থেকে এটিকে ফুটবলাররা মোহনবাগানকে সমর্থন করবেন কিনা সে কথা অবশ্য স্পষ্ট করেননি ম্যানুয়েল। তবে রবিবারের ডার্বিতে এটিকের কর্তাদের আমন্ত্রণ জানিয়েছেন মোহনবাগান কর্তারা। তবে এই চুক্তি নিয়ে অবশ্য সমর্থকদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও মোহনবাগান কর্তারা জানিয়েছেন সর্মথকরা সকলেই এই চুক্তিতে দারুণ খুশি। তবে আজকের ডার্বি নিয়ে যেমন উত্তাপ তৈরি হয়েছে সেই উত্তাপকে কার্যত ছাপিয়ে গিয়েছে এটিকে-মোহনবাগান চুক্তি।