রাজ্য

আজ থেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে, তবে আকাশ পরিষ্কার থাকবে

শীতের রেশ এখনো রয়ে গেছে। গত কয়েক দিনে মেঘলা আবহাওয়া বৃষ্টি চললেও আজ থেকে আকাশ পরিষ্কার থাকবে বলেই আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। তবে শীতের অনুভূতি বজায় থাকবে। আজ থেকে তাপমাত্রা দু-তিন ডিগ্রি কমবে বলে হাওয়া অফিসের দাবি। যদিও এই তাপমাত্রা কমার প্রবণতা খুব বেশিদিন স্থায়ী হবে না। দিনের বেলা গরম থাকলেও রাতের দিকে মূলত তাপমাত্রা কমবে। এদিকে বুধবার পাহাড়ে আচমকাই তুষারপাত হতে দেখা যায়। এই অকাল তুষার বর্ষণে স্থানীয় মানুষ ও পর্যটকদের মধ্যে খুশির হাওয়া ছড়িয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বিহার সংলগ্ন একটি ঘূর্ণবাতের কারণে রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। তার জেরে দার্জিলিং এবং পাহাড়ের বিভিন্ন অংশে তুষারপাত হয়েছে।

চলতি বছরের দ্বিতীয় বারের তুষারপাত। কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি শীতের অনুভুতি থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বুধবার ছিল ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, ঘূর্ণাবর্তটি উত্তর-পূর্বে অসমের দিকে সরে যাচ্ছে। সেই কারণেই আজ থেকে রাজ্যের প্রায় সব জেলায় আকাশ মোটামুটি ভাবে পরিষ্কার থাকবে এবং রোদ উঠবে। এর ফলে তাপমাত্রা কমবে। উত্তরে হাওয়া আবারো কিছুটা জোরালো হওয়ায় রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য কম থাকবে। আশা করা যায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে ঘোরাফেরা করবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকার কথা।

Loading

Leave a Reply