আরামবাগ মহকুমায় আরও ৪ জনের শরীরে মিলল করোনা পজিটিভ। সকালে ৭ জন করোনা আক্রান্তের হদিশ মেলার পর আবারও ৪ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে ৩ জন খানাকুল ও ১ জন আরামবাগের আরাণ্ডি এলাকার বাসিন্দা। প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক বলে বিশেষ সূত্রে জানা গেছে। এ নিয়ে গত ২ দিনে আরামবাগ মহকুমায় ২৪ জন করোনায় আক্রান্ত হলেন। তারা কয়েকদিন আগেই দেশের বিভিন্ন রাজ্য থেকে ফিরেছেন। তবে সবচেয়ে বেশি উৎকণ্ঠার বিষয় হল যে গতকালই মহকুমার চিকিৎসকমহল আশঙ্কা করেছিলেন যে মহকুমায় আক্রান্তের সংখ্যা বাড়বে।
তবে সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে। যেভাবে লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে করে উদ্বেগে মহকুমাবাসী। এনিয়ে মহকুমায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৪। খানাকুলে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ২১। স্বাভাবিকভাবে আক্রান্তের সংখ্যা বাড়ায় যথেষ্ট চিন্তিত খানাকুলের মানুষ। নতুন করে আক্রান্তের হদিশ মেলায় তৎপর পুলিশ ও প্রশাসন।