ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে মঙ্গল ও বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যত সময় এগোচ্ছে, ততোই বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে আমফান ৷ আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে নিম্নচাপের শক্তি বেড়েছে ৷ আজ, শনিবার রাতেই সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে ৷ আগামিকাল, রবিবার পর্যন্ত সেটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোবে ৷ তারপর উত্তর-পূর্বে বাঁক নিয়ে সেটি বঙ্গোপসাগরের দিকে এগোতে পারে ৷
মঙ্গলবার উপকূলের জেলাগুলিতে ৬৫ থেকে ৮৫ কিলোমিটার ঘণ্টায় গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে। মাঝারি থেকে ভারী বৃষ্টি ও সঙ্গে ঝড়ো হাওয়া বইবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।বুধবার বৃষ্টির প্রভাব বাড়বে উপকূলের জেলাগুলিতে ঝড়ো হাওয়া অব্যাহত থাকবে ৷
সোমবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা। ওড়িশা ও পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য চরম সতর্কবার্তা জারি করা হয়েছে। যারা সমুদ্রে রয়েছেন, তাদের রবিবারের মধ্যেই উপকূলে ফেরার নির্দেশ আবহাওয়া দফতরের। ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে এ রাজ্যে। সোমবার অন্ধ্র ও ওড়িশা উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলের ভারী বৃষ্টির পূর্বাভাস।