রাজ্য

আজ সর্বদলীয় বৈঠক নির্বাচন কমিশনে, পিছোতে পারে পুর-নির্বাচন।

বর্তমানে মহামারির আকার ধারণ করেছে করোনা। সারা বিশ্বজুড়ে ত্রাহি ত্রাহি রব, আতঙ্কিত সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। আর সংকটজনক এই পরিস্থিতিতে পুরভোট পেছানোর জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল-বিজেপিসহ উভয় দল। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, WHO র পক্ষ থেকে করোনাকে মহামরী হিসাবে ঘোষণা করেছে। আর চরম এই সঙ্কটজনক পরিস্থিতিতে পুরভোট পিছিয়ে দেওয়ার জন্য তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন ও আর্জি জানাবেন।

পরিস্থিতি ক্রমশ যেদিকে যাচ্ছে তাতে করে চরম সংকট হীনতায় ভুগছেন সাধারণমানুষ। আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন আর। বৈঠকে উভয় দলই নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য আর্জি জানাতে চলেছেন বলে খবর। প্রসঙ্গত, ইতিমধ্যেই ৩১ শে মার্চ পর্যন্ত সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবমিলিয়ে করোনা আতঙ্কের জেরে সম্ভবত পেছানোর সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন বলে সূত্রের খবর।

Loading

Leave a Reply