দেশ

আভ্যন্তরীণ সমীক্ষা অনুযায়ী দিল্লি দখল করছে বিজেপি। যা আজ ভোটের আবহাওয়াতে স্বস্তির কারণ হতে পারে বিজেপি কর্মীদের।।

আজ দিল্লির বিধানসভা নির্বাচন। দিল্লির সিংহাসনে কি এবার বিজেপি বসবে? নাকি সিংহাসন ধরে রাখবেন অরবিন্দ কেজরিওয়াল? এই মুহূর্তে সারাদেশের মানুষের কাছে এটি সবথেকে বড় প্রশ্ন। কিন্তু বিজেপির চাণক্য বলে পরিচিত স্বরাষ্ট্রমন্ত্রী ভোটের আগের দিনই হাওয়া অন্যখাতে বহাতে শুরু করেছেন। তিনি তার টুইটারে লেখেন নির্বাচনী প্রচারের সময় দিল্লীতে মানুষের কাছে যাওয়ার সুযোগ পেয়েছি। মিথ্যে প্রতিশ্রুতি, তোষণ আর অরাজকতা দিয়ে ত্রস্ত দিল্লী এবার শুধু উন্নয়ন চায়। উনি বলেন, মানুষের সমর্থন দেখে এটা পরিস্কার যে ১১ ফেব্রুয়ারি ৪৫ এর বেশি আসন নিয়ে বিজেপি দিল্লীতে সরকার বানাবে।স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের র‍্যালি দিল্লীতে নির্বাচনী আবহাওয়া পালটে দিয়েছে বলে দাবি বিজেপি নেতাদের। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর র‍্যালির পর দিল্লীর হাওয়া বিজেপির পক্ষেই যেতে দেখা যাচ্ছে।

পূর্ব দিল্লীতে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী র‍্যালি করেন। আর এর ঠিক পরেই দিল্লীর সমস্ত বিধানসভা এলাকাতেই ইন্টার্নাল সমীক্ষা করানো হয়। সমীক্ষার ভিত্তিতে বলা হচ্ছে যে, শাহিনবাগ, সার্জিক্যাল স্ট্রাইক, বাটলা হাউস এর মতো ইস্যু গুলোতে নরেন্দ্র মোদী যেভাবে নিজের কথা সবার সামনে রেখেছেন, সেটা মানুষের উপরে ভালো প্রভাব ফেলেছে।নরেন্দ্র মোদীর র‍্যালির আগে বিজেপি যতগুলো ইন্টার্নাল সমীক্ষা করিয়েছিল, সেখানে বিজেপি টক্কর দিলেও ফলাফল আম আদমি পার্টির দিকেই ঝুঁকছিল। কিন্তু প্রথমে যদি আর পরে প্রধানমন্ত্রীর র‍্যালির পর শেয়ানে শেয়ানে টক্কর দেখা দিয়েছে।

এবার ফলাফল বিজেপির পক্ষে দেখা যাচ্ছে।এই সমীক্ষায় অনেক আসনেই কংগ্রেসকে জিততে দেখা যাচ্ছে। বিজেপি সূত্রে জানা যাচ্ছে ইন্টার্নাল সমীক্ষায় বিজেপির ঝুলিতে ২৭ টি আসন আসবে। আরেকদিকে আম আদমি পার্টির ঝুলিতে ২৬ এবং কংগ্রেসের ঝুলিতে আট থেকে নয়টি আসন। বাকি আসন গুলোতে বেশ জোরালো লড়াই হতে চলেছে। যদিও দেশের বেশিরভাগ সমীক্ষায় আম আদমি পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় সরকারে আসবেন বলেই দাবি করা হয়েছে। কিন্তু বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষা সেই দাবিকে আমল দিচ্ছেন না। সবমিলিয়ে আজ ভোটের উত্তাপের মাঝেও বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষা বিজেপিকে কতটা নিশ্চিন্ত করতে পারে সেটাই এখন দেখার।

Loading

Leave a Reply