আজ দিল্লির বিধানসভা নির্বাচন। দিল্লির সিংহাসনে কি এবার বিজেপি বসবে? নাকি সিংহাসন ধরে রাখবেন অরবিন্দ কেজরিওয়াল? এই মুহূর্তে সারাদেশের মানুষের কাছে এটি সবথেকে বড় প্রশ্ন। কিন্তু বিজেপির চাণক্য বলে পরিচিত স্বরাষ্ট্রমন্ত্রী ভোটের আগের দিনই হাওয়া অন্যখাতে বহাতে শুরু করেছেন। তিনি তার টুইটারে লেখেন নির্বাচনী প্রচারের সময় দিল্লীতে মানুষের কাছে যাওয়ার সুযোগ পেয়েছি। মিথ্যে প্রতিশ্রুতি, তোষণ আর অরাজকতা দিয়ে ত্রস্ত দিল্লী এবার শুধু উন্নয়ন চায়। উনি বলেন, মানুষের সমর্থন দেখে এটা পরিস্কার যে ১১ ফেব্রুয়ারি ৪৫ এর বেশি আসন নিয়ে বিজেপি দিল্লীতে সরকার বানাবে।স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের র্যালি দিল্লীতে নির্বাচনী আবহাওয়া পালটে দিয়েছে বলে দাবি বিজেপি নেতাদের। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর র্যালির পর দিল্লীর হাওয়া বিজেপির পক্ষেই যেতে দেখা যাচ্ছে।
পূর্ব দিল্লীতে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী র্যালি করেন। আর এর ঠিক পরেই দিল্লীর সমস্ত বিধানসভা এলাকাতেই ইন্টার্নাল সমীক্ষা করানো হয়। সমীক্ষার ভিত্তিতে বলা হচ্ছে যে, শাহিনবাগ, সার্জিক্যাল স্ট্রাইক, বাটলা হাউস এর মতো ইস্যু গুলোতে নরেন্দ্র মোদী যেভাবে নিজের কথা সবার সামনে রেখেছেন, সেটা মানুষের উপরে ভালো প্রভাব ফেলেছে।নরেন্দ্র মোদীর র্যালির আগে বিজেপি যতগুলো ইন্টার্নাল সমীক্ষা করিয়েছিল, সেখানে বিজেপি টক্কর দিলেও ফলাফল আম আদমি পার্টির দিকেই ঝুঁকছিল। কিন্তু প্রথমে যদি আর পরে প্রধানমন্ত্রীর র্যালির পর শেয়ানে শেয়ানে টক্কর দেখা দিয়েছে।
এবার ফলাফল বিজেপির পক্ষে দেখা যাচ্ছে।এই সমীক্ষায় অনেক আসনেই কংগ্রেসকে জিততে দেখা যাচ্ছে। বিজেপি সূত্রে জানা যাচ্ছে ইন্টার্নাল সমীক্ষায় বিজেপির ঝুলিতে ২৭ টি আসন আসবে। আরেকদিকে আম আদমি পার্টির ঝুলিতে ২৬ এবং কংগ্রেসের ঝুলিতে আট থেকে নয়টি আসন। বাকি আসন গুলোতে বেশ জোরালো লড়াই হতে চলেছে। যদিও দেশের বেশিরভাগ সমীক্ষায় আম আদমি পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় সরকারে আসবেন বলেই দাবি করা হয়েছে। কিন্তু বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষা সেই দাবিকে আমল দিচ্ছেন না। সবমিলিয়ে আজ ভোটের উত্তাপের মাঝেও বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষা বিজেপিকে কতটা নিশ্চিন্ত করতে পারে সেটাই এখন দেখার।
কয়েক মাস আগে রিলিজ হওয়া বাংলা সিনেমা শঙ্কর মুদি সিনেমাটার কথা নিশ্চয় সকলের মনে আছে। সিনেমার গল্পটা বর্তমান প্রেক্ষাপটে বেশ উল্লেখযোগ্য। তাতে দেখা যায় পাড়ার একসময়ের ভরসা ছিল শঙ্কর মুদির দোকান। কিন্তু ধীরে ধীরে শপিংমলমুখী হতে শুরু করেন মানুষ। এমনকী চলে অনলাইনে কেনাকাটাও। বিক্রিবাটা একেবারে তলানিতে ঠেকে শঙ্কর মুদির মতো ছোটো দোকানদার। কিন্তু করোনার জেরে […]
দেশজুড়ে বিভাজনের রাজনীতি, পোশাক দেখে ধর্মের বিচার, খাদ্যাভ্যাসের সঙ্গে ধর্মকে মিলিয়ে দেওয়া এই শব্দগুলি গত কয়েক মাসে ভীষণ চেনা হয়ে উঠেছে সকলের কাছে। এই মুহূর্তে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তাল পরিস্থিতি চলছে ভারতবর্ষকে। চারিদিকে সম্প্রীতি নষ্টের একটা বাতাবরণ তৈরি হয়েছে। এমন অশান্ত পরিবেশে অন্যরকম সম্প্রীতির বার্তা দিল কেরালার কায়ামকুলামের ইসলামিক অ্যাকাডেমি৷ ১৯ জানুয়ারি ওই মুসলিম […]
করোনা মোকাবিলায় লকডাউন যে অন্যতম ‘প্রতিষেধক’ তা বারবার জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লকডাউনের মেয়াদ বাড়ানোর এবার সুফল মিলল বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে দেশের ১২টি রাজ্যের ২২টি জেলাকে করোনামুক্ত হিসেবে ঘোষণা করা হল। তারমধ্যে বাংলার জলপাইগুড়ি ও কালিম্পং এই দুটি জেলা রয়েছে। জানা গিয়েছে, ওই জেলাগুলিতে গত […]