ইতিমধ্যেই আমফান রাজ্যজুড়ে তাণ্ডব শুরু করে দিয়েছে। বিভিন্ন এলাকা থেকে একের পর এক ঘরবাড়ি ভেঙে পড়ার খবর যেমন পাওয়া যাচ্ছে তেমনি রাস্তাতে গাছ উল্টে পড়ে থাকার খবর মিলছে। দিঘাতে বহু গাছ ভেঙে পড়েছে। ইলেকট্রিকের তার সহ খুঁটি রাস্তার মধ্যে পড়ে আছে। পাশাপাশি দীঘার সমুদ্রের ধারে বোলডার পর্যন্ত জলোচ্ছ্বাসের তোড়ে ভেসে যাচ্ছে। অন্যদিকে শহরতলীর অবস্থা ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে। ইতিমধ্যেই কলকাতা সহ বিভিন্ন জেলাতে তার তাণ্ডব শুরু করেছে আমফান।-কলকাতায় বন্ধ করে দেওয়া হল সমস্ত উড়ালপুল। উত্তর থেকে দক্ষিণ, শহরের সমস্ত উড়ালপুলের মুখে বসানো হল ব্যারিকেড।
ইতিমধ্যেই হাওড়া ব্রিজ সহ দ্বিতীয় হুগলি সেতু দুলতে শুরু করেছে বলে খবর পাওয়া যাচ্ছে।ক্ষয়ক্ষতি এড়াতে তৎপর রেলও। দুর্ঘটনা রুখতে ইতিমধ্যেই বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরাগুলির চাকা শিকল দিয়ে বেঁধে ফেলা হয়েছে। সেইসঙ্গে বাতিল করা হয়েছে বুধবারের আপ এসি স্পেশাল এক্সপ্রেস ও বৃহস্পতিবারের ডাউন এসি স্পেশাল এক্সপ্রেস ট্রেনও। অন্যদিকে হুগলি জেলার বিভিন্ন এলাকায় রাস্তার উপর দাঁড়িয়ে থাকা বড় বড় গাড়ি উল্টে পাওয়ার খবর মিলেছে। সবমিলিয়ে শুরুতেই আমফানে নাজেহাল রাজ্য। অন্যদিকে আমফান ক্রমশ তার গতি বাড়াচ্ছে। শেষ পর্যন্ত এই ভয়ঙ্করতা কোথায় গিয়ে থামে তা নিয়ে আতঙ্কিত রাজ্যের মানুষ।