সারা রাজ্যের মানুষের মধ্যে করোনা আতঙ্ক গেঁথে বসছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়ছে বাঙালির। এত চিন্তার মাঝেও আজ সুখবর দিলেন বেলেঘাটা আইডির চিকিৎসকরা। রাজ্যের প্রথম তিন করোনা আক্রান্তের নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। কাজেই এখন বলা যায় রাজ্যে তিনজন করোনা মুক্ত হলেন। 17 ই মার্চ নবান্নের গুরুত্বপূর্ণ আমালার ছেলের শরীরে প্রথম করোনা ধরা পড়ে। যে ইংল্যান্ড থেকে আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মায়ের সাথে ঘুরে বেরিয়েছিলেন। সারারাজ্য খেপে উঠেছিল ওই যুবকের ওপর।
এরপর আরেক ইংল্যান্ড ফেরত ছাত্রের করোনা ধরা পড়ে। এছাড়াও স্কটল্যান্ড ফেরত এক যুবতীর করোনা ধরা পড়ে। জানা গেছে তিনজনেরই নমুনা পরীক্ষার পর তা নেগেটিভ এসেছে। তবে তাদের এখনই ছাড়া হচ্ছে না। আরো একবার তাদের রক্তের নমুনা পরীক্ষা হবে। তারপর 14 দিন কোয়ারেন্টাইন।তার পর তাদেরকে বাড়ি পাঠানো হবে। সকাল থেকেই নানান হতাশার মধ্যে বেলেঘাটা আইডির এই সাফল্য রীতিমতো আশার আলো সঞ্চার করেছে রাজ্যবাসীর মধ্যে।