বিশ্বজুড়ে চলছে মারণ যজ্ঞ। করোনা আক্রান্ত হয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে সারা বিশ্বে। তবে সবথেকে ভয়ঙ্কর পরিস্থিতি আমেরিকায়। ইতিমধ্যেই সেখানে আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ পেরিয়ে গেছে। মৃতের সংখ্যা ৪০ হাজারের বেশি। এই পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট বলছেন তাদের দেশ কঠিন সময় পেরিয়ে এসেছে।অথচ প্রতিদিন আক্রান্ত ও মৃতের হিসাব সে কথা বলছে না এমন এক কঠিন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘আমাদের আক্রমণ করা হয়েছে। এটা কোনও সাধারণ ফ্লু নয়। ১৯১৭ সালের পর থেকে এমন পরিস্থিতি আগে দেখা যায়নি।’ হোয়াইট হাউসের সাংবাদিক সম্মেলন থেকে এই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।করোনার আবহে মার্কিন অর্থনীতি রীতিমতো ধ্বসে গিয়েছে। আর এই নিয়ে প্রশ্ন উঠতেই ট্রাম্প বলেন, সমস্যার সামধান আমেরিকাকে করতেই হবে,’এছাড়া কোনও গতি নেই’।
তিনি বলেন,’আমাদের সবচেয়ে ভালো অর্থনীতি আগেও ছিল। সেটি চিনের থেকে ভালো। অন্যান্য বিভিন্ন দেশের থেকে ভালো। পাশাপাশি শিল্প পরিস্থিতি নিয়েও তিনি মুখ খোলেন। তিনি বলেন তারা তাদের দেশের এই উন্নত পরিস্থিতি তৈরি করেছেন। এখন কেউ এসে বলবে তা ধ্বংস করে দেব এমনটা কিছুতেই হতে পারে না। আমেরিকা এই পরিস্থিতি থেকে দ্রুত ঘুরে দাঁড়াবে।আবার পৃথিবীর মধ্যে তারা সর্বশক্তিমান হয়ে উঠবে। তবে বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি থেকে আমেরিকার পক্ষে চট করে বেরিয়ে আসা যথেষ্ট কঠিন। আমেরিকার অর্থনীতি যেভাবে ধ্বসে পড়ছে তাতে করে এমন পরিস্থিতি আর কিছুদিন চললে আমেরিকার পক্ষে ঘুরে দাঁড়ানো দুষ্কর হয়ে দাঁড়াবে। এ কথা বুঝতে পেরে ট্রাম্প এখন থেকে হুংকার দিতে শুরু করেছেন।