আরামবাগের লগ্নিকারী সংস্থার কর্ণধার সহ গ্রেফতার তিন। বুধবার রাতে তিন জনকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ধৃত তিনজনকেই বৃহস্পতিবার আরামবাগ মহকুমা আদালতে তোলা হল।
সূত্র থেকে জানা গেছে, আরামবাগের এম এস পায়াস মিঞ্চুয়াল বেনিফিট এগ্রো কো ইন্ডিয়া লিমিটেড নামক একটি কোম্পানির নামে ২০১৪ সালে প্রথম আরামবাগ থানায় আর্থিক প্রতারনার অভিযোগ দায়ের হয়। চলে বেশ কিছুদিন তদন্তের কাজ। ২০১৮ সালে এই ঘটনার তদন্তের দায়িত্ব পায় সিবিআই। বুধবার বিকালে কোলকাতার সিজিও কমপ্লেক্সে এই কম্পানির কর্ণধার সহ মোট তিন জনকে ডেকে পাঠানো হয়।
দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গতকালই ৩ জনকে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতার লগ্নিকারী সংস্থার কর্ণধার পলাশ চন্দ্র দেকে। তার বাড়ি আরামবাগে হলেও, তিনি দার্জিলিংয়ে থাকতেন। অন্যদিকে, কোম্পানির পরামর্শদাতা চিরনজিব ব্যনার্জীকেও গ্রেফতার করা হয়। তার বাড়ি বাঁকুড়ার সোনামুখী এলাকায়। একইসাথে পুলিশের জালে কোম্পানির সাথে যুক্ত থাকা সুনিতা সাহা নামে এক মহিলাও। তার বাড়ি কোলকাতার বরানগরে। সূত্রের খবর, কোম্পানির নামে আর্থিক প্রতারনার অভিযোগ দায়ের করেন সুজিত রায় নামে এক ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে গ্রেফতার করা হল ওই তিন জনকে। ধৃত তিনজনকেই বৃহস্পতিবার আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক ১৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
- সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসী
- গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ
- ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধার