আরামবাগ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের চাঁদুরে দেখা গেল এক বিরল প্রজাতির জন্তু। এলাকার মানুষের দাবি এই জন্তুর চেহারা অনেকটা বিড়ালের মত, কিন্তু লেজটা বেশ লম্বা, আবার মুখটা কুকুরের মতন। আবার অনেকের ধারণা জন্তুটি খানিকটা কুমিরের মতন দেখতে। এলাকার মানুষ জানিয়েছেন বছরখানেক আগে থেকে এই যন্ত্রটির যাতায়াত ছিল এলাকায়। কিন্তু দিনের দিকে কখনোই এর দেখা মিলত না। রাতের দিকে গাছের বিভিন্ন ফল, পেয়ারা, অাম ইত্যাদি খাবার জন্য লোকালয়ে এসে হাজির হতো জন্তুটি। কিন্তু জন্তুটিকে চাক্ষুষ কেউ কখনো প্রত্যক্ষ করতে পারেননি। সোমবার সকালে হঠাৎ এই যন্তুটিকে দেখা যায় একটি পুরনো মাটির বাড়িতে।
স্থানীয়রা মনে করছেন সম্প্রতি অসুস্থ হবার কারণেই একটি নির্দিষ্ট জায়গায় স্থির ভাবে বসে আছে জন্তুটি। আজ বাংলার ক্যামেরায় ধরা পড়েছে বিরল প্রজাতির সেই জন্তুর চিত্র। স্থানীয়রা বনদপ্তরের হাতে তুলে দিয়েছেন এই জন্তুটিকে। যদিও এখনো পর্যন্ত এই বিরল যন্তুটির নিয়ে বিস্তারিত কিছু তথ্য জানা যায়নি। এই যন্তুটি কোথা থেকে এসেছে বা তার কি নাম কোন পরিচয় পাওয়া যায়নি। তবে এলাকার লোকজন জানাচ্ছে এই যন্তুটি কোনদিনও মানুষের কোন ক্ষতি করেনি। সব মিলিয়ে এলাকার লোকজন চান বনদপ্তর এটিকে নিয়ে গিয়ে সুস্থ করে জঙ্গলের মধ্যে ছেড়ে দিক।