কামারপুকুর থেকে আরামবাগ আসার পথে কালিপুর বাসষ্ট্যান্ডে বাস থেকে নামার সময় ছিনতাই। এক মহিলা যাত্রীর ব্যাগ থেকে ছিনতাই হয়ে গেল সোনার গয়না সহ নগদ টাকা। ঘটনার জেরে বুধবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ছিনতাইয়ের অভিযোগে তিন ব্যক্তিকে আটক করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কামারপুকুর এলাকার বাসিন্দা মমতা সেন এদিন সকালে হাওড়া যাওয়ার জন্য বাসে করে আরামবাগের দিকে আসছিলেন। কালিপুরে বাসস্ট্যান্ডে নামার সময় হঠাৎই দুই ব্যক্তি তার ব্যাগের ভেতরে থাকা সোনার হার ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়। বিষয়টি জানার পরেই কান্নায় ভেঙে পড়েন তিনি। মমতাদেবী বলেন, তার ব্যাগে সোনার হার ছিল। যার মূল্য ৩০ হাজার টাকার বেশি। পাশাপাশি ব্যাগে থাকা বাড়ির চাবি ও নগদ আটশো টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তিনি তার দুই মেয়েকে নিয়ে হাওড়া উদয়নারায়নপুরের দিকে যাওয়ার জন্য বেরিয়ে ছিলেন। তার মেয়েরা তাকে বলে বাসে বিভিন্ন জিনিস চুরি হচ্ছে। তাই সে মোবাইলটি ব্যাগে ঢুকিয়ে রেখেছিল। যথেষ্ট সচেতনও ছিল তারা। কিন্তু তারপরেও ঘটে গেল বিপত্তি।
এ বিষয়ে আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডল বলেন, পুলিশ উপযুক্ত তদন্ত শুরু করেছে। সার্বিক দিক খতিয়ে দেখে এর পিছনে কোন চক্র কাজ করছে তা বের করব।
চীনা আগ্রাসনে দেশের ২০ জন সেনা শহিদ হওয়ার পরই চীনের বিরুদ্ধে ফুঁসছে গোট দেশ। সবার মুখেই বদলা নেওয়ার দাবি স্পষ্ট। দেশের সর্বত্র চীনা পণ্য বয়টকের দাবি উঠছে। এই পরিস্থিতিতেও জনপ্রিয় চীনা অ্যাপ টিকটককে টক্কর দিতে নতুন অ্যাপ ব্যবহারে সচেষ্ট খোদ কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারত অভিযানের প্রচারেই এই প্ল্যাটফর্মে পা রেখেছে কেন্দ্রীয় সরকার। […]
আট বছরের শিশুকন্যাকে খুন করল মা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার যদুপুর গ্রামে। জানা গিয়েছে, স্বামীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে বাবার বাড়িতেই থাকতেন মহিলা। বুধবার দুপুর থেকে অভিযুক্তের হাবভাবে অস্বাভাবিকতা দেখে সন্দেহ হয় এলাকার মানুষের। গ্রামবাসীরা তাঁর ঘরে ঢুকে দেখতে পান ছোট্ট মেয়ের মৃতদেহ পড়ে রয়েছে। শিশুটির বয়স মাত্র ৮ বছর। সবাই […]
IMAGE IMAGE: POLITOSCOPE DISPLAY SHOWING TWITTER ACCOUNTS THAT COMMENTED ON THE PENELOPEGATE SCANDAL. THE REDDER AN ACCOUNT, THE MORE TWEETS IT POSTED ON THIS TOPIC. view more CREDIT: CNRS / ISC-PIF–CHAVALARIAS D, GAUMONT N, PANAHI M. 2018. CNRS and EHESS researchers analyzed nearly 60 million political tweets posted during the 2017 presidential election in France. […]