এই মুহূর্তে আরামবাগ মহকুমার সবথেকে বড় খবর, আমফান নিয়ে যখন গোটা রাজ্যজুড়ে বিধ্বস্ত অবস্থা, আরামবাগের বিস্তীর্ণ এলাকা আমফানের কবলে পড়ে লন্ডভন্ড হয়ে গেছে তখনই আরামবাগ মহকুমার জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ নিয়ে এলো করোনা। জানা গেছে আরামবাগ মহকুমায় একসাথে তেরোটি করোনা পজিটিভ ধরা পড়েছে। গতকালই এই রিপোর্ট চলে আসে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সমস্ত তথ্য সামনে আসেনি।
এখনো পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আক্রান্তের মধ্যে খানাকুলের নন্দনপুর, ময়াল, ঘোষপুর সহ বিভিন্ন বিভিন্ন এলাকার ১১ জন এবং দুজনের বাড়ি আরামবাগ ব্লকে। আরামবাগ ব্লক এ দুজনের মধ্যে একজনের বলরামপুর ও একজনের তিরোল এলাকায় বাড়ি বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 13 জনই পরিয়ায়ী শ্রমিক। এরা বেশিরভাগই মহারাষ্ট্র ও পাশাপাশি আরও কয়েকটি রাজ্য থেকে আরামবাগে এসেছে। এদের প্রত্যেকের বয়স চল্লিশের নিচে এবং এদের স্যালাইভা সংগ্রহ করা হয় আরামবাগ মহকুমা হাসপাতাল থেকে। এদেরকে শ্রমজীবী হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। অন্যদিকে আক্রান্তদের পরিজনদের আরামবাগ ব্লুউ ভিউ হাসপাতাল স্থানান্তরিত করা হচ্ছে। মহাকুমা জুড়ে শুরু হয়েছে প্রশাসনের তৎপরতায়।
সূত্র থেকে জানা গেছে আরামবাগে আরো কয়েকশ শ্রমিকের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। আগামী দু-একদিনের মধ্যে তাদের রিপোর্ট চলে আসবে। সেক্ষেত্রে চিকিৎসকরা অনুমান করছেন আগামী কয়েকদিনের মধ্যেই আরামবাগ মহকুমায় আক্রান্তের সংখ্যা শতাধিক হয়ে যেতে পারে। সেই অর্থে আরামবাগের লকডাউন একপ্রকার নেই বললেই চলে। এই পরিস্থিতিতে একসাথে এত জন আক্রান্ত হওয়ার পর প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে এখন সেটাই দেখার।