শুক্রবার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাদ থেকে মরণঝাঁপ দিয়েছেন এক চিকিৎসক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হাসপাতালের ১১ তলা থেকে ঝাঁপ দেন পৌলমী সাহা (২৫) নামের এক মহিলা চিকিৎসক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
সূত্রের খবর, এদিন ফিভার ক্লিনিকে ডিউটিতে ছিলেন পৌলমী।রাজ্যজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে করোনা ভাইরাস। প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণের ঘটনা। এহেন পরিস্থিতিতে বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।আর সে অবসাদ থেকেই ১১ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় পৌলমী। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় হাসপাতালে এমন এক ঘটনা ঘটায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অবসাদ থেকে আত্মহত্যা করেছেন পৌলমী, না এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। অনেকেই মনে করছেন, করোনা আবহে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে কাজ করতে হচ্ছে চিকিৎসকদের। ফলে অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন অনেকেই। আর তা থেকেই এই দুর্ঘটনা।