বিনোদন

আসছে বাস্তব – ওয়ান্টেড রিয়েলিটি

মৃত্যুর পরে জীবনকে নুতুন ভাবে চেনার উপায় – এই তথ্য নিয়ে পায়েল সরকারের লেখায় আসছে ” বাস্তব “। না জানা তথ্য নিয়ে আজকাল মানুষের অনেক কৌতূহল। সেই সব কৌতূহলের অবসান ঘটিয়ে এবং অজানা তথ্য কে বাস্তবে রূপায়িত করে খুব শিগগিরই বেরোচ্ছে নুতুন বই “বাস্তব – ওয়ান্টেড রিয়েলিটি “। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বাস্তবের পোস্টার হিট। শোনা যাচ্ছে সব কিছু ঠিক থাক থাকলে আর দু মাসের মধ্যেই বাজারে ছড়িয়ে পড়বে এই বইটি। সেই পোস্টার ডিজাইন করেছেন রাজদীপ ঘোষাল এবং পেজ ডিজাইন এ আছে সান মিডিয়া এবং সোমনাথ চক্রবর্তী ফিল্মস র ডিরেক্টর সোমনাথ ( দীপক ) চক্রবর্তী। দি কোরালের পাবলিকেশনে বেরোবে এই বছরে এই বইটি। বাস্তবের আরো অনেক চমকের জন্য প্রস্তুত থাকুন।

Loading

Leave a Reply