পল মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ- রাজ্য সরকারের আর্থিক সহায়তায় বর্তমানে ইটালিয়ান মৌমাছির প্রতিপালন করে লাভের মুখ দেখছেন দক্ষিণ দিনাজপুর জেলার মধু চাষীরা পাশাপাশি প্রতি পালনের মাধ্যমে মধু চাষ করে অন্যান্য রাজ্য কে টেক্কা দিচ্ছে। প্রত্যেক বছরই এই সময়টায় বহু দূর-দূরান্ত থেকে জেলার বিভিন্ন প্রান্তে সর্ষেফুলের জমিতে ইতালিয়ান মৌমাছি প্রতিপালন করে মধু চাষের আসায় এই জেলায় আসেন । বর্তমানে রাজ্য সরকারের আর্থিক সহায়তা পেয়ে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে ইটালিয়ান মৌমাছির প্রতিপালন করে বিগত বছরের থেকে মধু উৎপন্ন মধুর পরিমাণ বেড়েছে অনেকাংশেই যার ফলে অধিক লাভবান হচ্ছেন মধু চাষিরা।
জেলার এই মধু প্যাকেটজাত হয়ে পৌঁছে যাচ্ছে কলকাতা সহ অন্যান্য রাজ্য এমনকি আন্তর্জাতিক বাজার গুলিতে। আর তাতেই লাভের মুখ দেখছেন বলে জানলেন এক সফল মধুচাষী রমজান আলি ও সুবেদার আলিরা। ভবিষ্যতে এমন মধু চাষের দ্বারা সারা বিশ্বের দরবারে দক্ষিণ দিনাজপুর জেলার নাম উজ্বলিত হবে বলে তারা যারপরনাই ভাবে আশাবাদী।
রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ : ১৯ শে সেপ্টেম্বর আল-কায়েদার সঙ্গে যোগাযোগ সংযোগ সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল লিয়ান আহমেদকে। পুনরায় মঙ্গলবার দুপুরে লিওন আহমেদকে নিয়ে মুর্শিদাবাদ জেলার ডোমকলে তার বাড়িতে তল্লাশি চালাল কেন্দ্রীয় সংস্থা এনআইএ- এর প্রতিনিধি দল।যদিও কোনো মন্তব্য করতে চাননি এনআইএ স্পেশাল দলের আধিকারিকরা পাঁচটি গাড়ি করে বিএসএফ ও পুলিশ ও কেন্দ্রীয় সংস্থা এনআইএ- […]
বাঁকুড়ার কোতুলপুরে একটি ডায়াগনস্টিক সেন্টারে একাধিক বেনিয়ম। রুটিন ভিজিটে এসে স্বাস্থ্য দফতরের কর্তাদের চোখে পড়তেই সিল করে দেয়া হল সেন্টারটি। জানা গেছে, বাঁকুড়ার কোতুলপুর নেতাজি মোড়ে ‘মেডিকেয়ার ডায়াগনস্টিক’ সেন্টারে রুটিন ভিজিট করতে আসেন জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সহ আট জন সদস্যের প্রতিনিধিদল। যে সদস্য দলের মধ্যে ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। রুটিন ভিজিটে এসে ওই সেন্টারে ঢুকেই […]
ওভারলোডেড বালির গাড়ি যাতায়াত দিনের পর দিন বেড়েই চলেছিল। আর এর জেরে সাধারণ মানুষকে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছিল। তাই ওভারলোডেড গাড়ি বন্ধের দাবিতে এবার পথে নামল সাধারণমানুষ। রীতিমতো ওভারলোডেড লরি আটকে হাতে ফেস্টুন, ব্যানার নিয়ে সরব হলেন পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর ব্লকের রামগোপালপুর নবখন্ড মোড়ে এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রশাসনের নাকের ডগার […]