পল মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ- রাজ্য সরকারের আর্থিক সহায়তায় বর্তমানে ইটালিয়ান মৌমাছির প্রতিপালন করে লাভের মুখ দেখছেন দক্ষিণ দিনাজপুর জেলার মধু চাষীরা পাশাপাশি প্রতি পালনের মাধ্যমে মধু চাষ করে অন্যান্য রাজ্য কে টেক্কা দিচ্ছে। প্রত্যেক বছরই এই সময়টায় বহু দূর-দূরান্ত থেকে জেলার বিভিন্ন প্রান্তে সর্ষেফুলের জমিতে ইতালিয়ান মৌমাছি প্রতিপালন করে মধু চাষের আসায় এই জেলায় আসেন । বর্তমানে রাজ্য সরকারের আর্থিক সহায়তা পেয়ে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে ইটালিয়ান মৌমাছির প্রতিপালন করে বিগত বছরের থেকে মধু উৎপন্ন মধুর পরিমাণ বেড়েছে অনেকাংশেই যার ফলে অধিক লাভবান হচ্ছেন মধু চাষিরা।
জেলার এই মধু প্যাকেটজাত হয়ে পৌঁছে যাচ্ছে কলকাতা সহ অন্যান্য রাজ্য এমনকি আন্তর্জাতিক বাজার গুলিতে। আর তাতেই লাভের মুখ দেখছেন বলে জানলেন এক সফল মধুচাষী রমজান আলি ও সুবেদার আলিরা। ভবিষ্যতে এমন মধু চাষের দ্বারা সারা বিশ্বের দরবারে দক্ষিণ দিনাজপুর জেলার নাম উজ্বলিত হবে বলে তারা যারপরনাই ভাবে আশাবাদী।
বাম আন্দোলনের অন্যতম বর্ষীয়ান নেতা তথা আরামবাগের তিনবারের সিপিআইএম বিধায়ক বিনয় দত্ত আজ ভোর ৩টে নাগাদ আরামবাগের একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুর সময় তিনি রেখে গেলেন স্ত্রী ও দুই কন্যাকে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে। নেতাকর্মী সমর্থকদের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। […]
ত্রিকোণ প্রেমের জেরে চুঁচুড়ায় খুন হলেন এক মহিলা। চুঁচুড়া ডিএম অফিসের সামনে মাঠের ধারে ওই মহিলার দেহ উদ্ধার হয়েছে। তাঁকে খুন করে তাঁর প্রেমিক চুঁচুড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। মৃত মহিলার নাম ছবি দে(৪৪)। বাড়ি চুঁচুড়া সত্যপীরতলায়। জানা গেছে, ওই মহিলা স্বামী দীপঙ্কর দের সাথে জুতো কিনতে বের হয়েছিল। পথে মাঠের ধারে ছবির পূর্ব পরিচিত […]
আমফানে আক্রান্ত দক্ষিণ ২৪ পরগনার পরিস্থিতি খতিয়ে দেখতে আজ কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে আজ সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার উদ্দেশ্যে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ও বাসন্তী যাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে বারুইপুর যাওয়ার মুখে গড়িয়া ঢালাই ব্রিজ এলাকার কাছে তাঁর কনভয় আটকে দেয় পুলিশ। […]