ইতালির পর মৃত্যু মিছিল শুরু হয়েছে আমেরিকায়। গত কয়েকদিনে ক্রমশ মৃত্যুর হার বাড়তে থাকলেও শেষ 24 ঘন্টায় তা মারাত্মক আকার ধারণ করেছে। জানা গেছে শেষ 24 ঘন্টায় প্রায় হাজার জনের কাছাকাছি মারা গেছে এদেশে। ইতিমধ্যে দেশের মানুষকে বিপর্যয় বলে ব্যাখ্যা করেছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি আমেরিকার গবেষকরা জানিয়েছেন আগামী কয়েকটা দিন দেশের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
ইতিমধ্যেই আমেরিকা আক্রান্তের সংখ্যায় চীন ও ইতালিকে ছাড়িয়ে গেছে। সবমিলিয়ে আমেরিকার গলায় চেপে বসছে করোনা।অন্যদিকে ভারতবর্ষেও ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। অবাক করার মত বিষয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সম্মিলিতভাবে অনেক আগে থেকে করোনা সংক্রান্ত প্রচার শুরু করে।
বারবার সাধারণ মানুষের কাছে আবেদন করা হয় গৃহবন্দী থাকতে। তারপরেও ভারতবর্ষে বহু মানুষ নিজেদের গৃহবন্দি না রেখে যথেচ্ছভাবে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠছে। ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন ইতালি ও বর্তমান আমেরিকা থেকে ভারতীয়দের শিক্ষা গ্রহণ করা উচিত ছিল। কিন্তু তারা তা করছে না। আগামী দিনে ভারতবর্ষের কী পরিণতি হতে পারে তা ভেবে শিউরে উঠছেন বিশেষজ্ঞমহল।