দেশ বিশ্ব

ইতালি বা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ভুল করেনি ভারত” আশার কথা শোনালেন WHO

করোনা সংক্রমণের জেরে সারাবিশ্বের হাঁটু কাঁপছে। মৃত্যুর মিছিল চলছে ইতালি থেকে আমেরিকা। ইউরোপের পর এখন হটস্পট হয়ে উঠেছে ভারত। দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে প্রায় আড়াই হাজারের কাছাকাছি আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতের জন্য আশ্বাসবাণী শোনালেন। তারা বলছেন আমেরিকা,ইতালি যে ভুল করেছিল ভারত সে ভুল করেনি।এর জন্যে ভারতের সিদ্ধান্ত কেই সাধুবাদ দিচ্ছে বিশ্ব স্বাস্থ সংস্থা। বিশ্ব স্বাস্থ সংস্থার পক্ষে ডঃ ডেভিড নাবারো প্রশংসার সুরে বলেছেন “ইতালি, আমেরিকার মতো ভুল ভারত করেনি।


ভারত বিভিন্ন ব্যাপারে খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে। এখানে ওপরতলায় যে বার্তা দেওয়া হয়  একেবারে পঞ্চায়েতস্তর পর্যন্ত তা কার্যকরী হয়। আর এর ফলে ভারতে আক্রান্তের হার অনেকটাই কম। এখানে অমিতাভ বচ্চন থেকে শুরু করে বাড়ির বাচ্চারাও করোনা নিয়ে সচেতনতামূলক বার্তা দিচ্ছেন। এই কারণে অন্যান্য দেশের তুলনায় ভারতের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল 21 দিনের লকডাউন যথেষ্ট কিনা। এর উত্তরে তিনি বলেন যদি নির্দিষ্ট হটস্পট চিহ্নিত করে ফেলা যায় এবং দেখা যায় তার বাইরে করোনা আক্রান্ত কেউ হচ্ছে না তাহলে যে সমস্ত জায়গা গুলিতে আক্রান্তের সংখ্যা নেই সে সমস্ত জায়গায় লকডাউন 21 দিন পর তোলা যেতে পারে। তবে সবটাই নির্ভর করছে ভারত সরকার কি চাইছে তার ওপর।





Loading

Leave a Reply