করোনা ভাইরাস গ্রাস করে ফেলেছে সমগ্র ইতালিকে।সে দেশে করেনায় আক্রান্ত হয়ে একইদিনে ৭৯৩জনের মৃত্যু হয়েছে। রোজই মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে সে দেশে। বৃহস্পতিবার ইতালিতে মৃতের সংখ্যা ছিল ৪৭৫জন। শুক্রবার মারা যান ৬২৭ জন। কিন্তু শনিবার সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়ে একইদিনে ৭৯৩জনের মৃত্যু হল৷ সবচেয়ে দুঃখজনক ব্যাপার হল এই শবদেহ মিলিটারি ট্রাকে করে নিয়ে যাওয়া হবে পরিজন ছাড়া। তারপর গণ- সৎকার হবে৷ বাড়ির লোকেরা শেষ দেখাটুকু দেখতে পারবেন না মৃতদের। কারণ মৃতদের নিকট আত্মীয়রা সকলেই গৃহবন্দি হয়ে রয়েছেন। এখনও অবধি ইতালিতে করোনায় মৃত্যুর সংখ্যা হল ৪,৮২৫জন। কাল মৃত্যু আরও বাড়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। সেদেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ছাপিয়ে গেছে।
তবে ইতালিতে একের পর এক মৃত্যুর ঘটনায় ব্যথিত চিকিৎসকরাও। হাউ হাউ করে কাঁদছে। প্রতি ঘন্টায় একাধিক মানুষ মারা যাচ্ছে। ওই দেশে সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। ঘুম নেই, খাওয়া নেই, ছুটি নেই স্বাস্থ্য কর্মীদের। অক্লান্তভাবে লড়ে চলেছেন সকলে। ৩০০০জন স্বাস্থ্য কর্মী ইতিমধ্যে আক্রান্ত হয়েছেম। সাজানো গোছানো ইতালি যেন মৃত্যুপুরী হয়ে উঠেছে।
গোটা ইতালিতে এখন ৫৪ হাজার মানুষ করোনাতে আক্রান্ত। মৃত্যুপুরী হয়ে গেছে স্বপ্নের দেশ, কবিদের শহর, শিল্পীর গ্রাম। সকলেই নিজের রুমে বা হাসপাতালে রয়েছেন৷ অথচ পৃথিবীর পাঁচটা সবচেয়ে উন্নত চিকিৎসা ব্যাবস্থা, স্বাস্থ্য পরিকাঠামোর কেন্দ্র ছিল ইতালি। ইউরোপের উন্নত এক দেশ, সুপ্রাচীন ঐতিহ্য, হিংসা করার মতো স্থাপত্য, শিল্প,সভ্যতার দেশ ইতালিতে মানুষের মৃত্যু মিছিল শুরু হয়েছে।
ইতালির মানুষজনকে ঠিক সময় সতর্ক না হওয়ায় এই বিপত্তি। এমমকী ইতালিতে স্বাস্থ্য কর্মীদের প্রায় ২০% এখন আক্রান্ত। স্বাস্থ্য কর্মীরা অসুস্থ হলে চিকিৎসা করবে কারা?
ইতালির জনসংখ্যা মোটামুটি ৬.৫ কোটি। তার মধ্যে থেকে ৫৪ ০০০ আক্রান্ত ও ৫,০০০জন প্রায় মৃত। ভারতের জনসংখ্যা ১৩০কোটি।