দেশ

ইন্টারনেট বন্ধ থাকার নিরিখে তৃতীয় স্থানে ভারত, গত বছর ক্ষতি প্রায় ১০ হাজার কোটি

গত এক বছর ধরে নানান ইস্যুতে উত্তাল হয়েছে ভারত বর্ষ। আন্দোলন, কারফিউ, ১৪৪ ধারা প্রত্যেকটি জিনিসই যেন খুবই পরিচিত হয়ে উঠেছে এদেশের মানুষের কাছে। আর তার জেরেই মাঝেমধ্যেই বিভিন্ন এলাকায় বন্ধ করে দিতে হয়েছে ইন্টারনেট। ২০১৯ সালে ইন্টারনেট বন্ধ থাকার জেরে দেশের ৯ হাজার ২২৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার প্রকাশিত এক রিপোর্টে এমনই দাবি করেছে টপটেন ভিপিএন। দ্য গ্লোবাল কস্ট অব ইন্টারনেট শাটডাউন ইন ২০১৯ শীর্ষক সমীক্ষা রিপোর্ট অনুযায়ী ইন্টারনেট বন্ধের কারণে ক্ষতির বিচারে বিশ্বের তিন নম্বর স্থানে রয়েছে ভারত।

প্রসঙ্গত গত বছরের আগস্ট মাসে জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই রাজ্যজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখে কেন্দ্রীয় সরকার। তা নিয়ে মামলার শুনানিতে শুক্রবার সুপ্রিমকোর্টের সমালোচনার মুখে পড়ে মোদি সরকার। আদালত মন্তব্য করেছে, ইন্টারনেট বন্ধ রেখে দেশের নাগরিকদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করেছে কেন্দ্র। তবে শুধু জম্মু-কাশ্মীর নয়, গত বছর দেশের একাধিক রাজ্যে একাধিকবার ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখতে হয়েছিল। গত বছর ১০৬ দফায় মোট ৪১৯৬ ঘণ্টা ইন্টারনেট বন্ধ ছিল ভারতবর্ষে। এর ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ইরাক এবং সুদানের পরই রয়েছে ভারত। জম্মু-কাশ্মীরে আগস্ট থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখে গোটা বিশ্বে নজির তৈরি করেছে দেশ। এতদিন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নজির এর আগে কোনও দেশে নেই বলে জানা গেছে।

Loading

Leave a Reply