ইরফান খানের মৃত্যুর একদিন কাটতে না কাটতেই ফের নক্ষত্র পতন। চলে গেলেন অভিনেতা ঋষি কাপুর। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।জানা গেছে, ২০১৮ সাল থেকে ক্যানসারের চিকিৎসা চলছিল ঋষি কাপুরের। নিউ ইয়র্কে চলছিল তাঁর চিকিৎসা। গত বছর সেপ্টেম্বর মাসে দেশে ফেরেন প্রবীণ অভিনেতা। মারণ রোগের সঙ্গে কঠিন লড়াইয়ে অভিনেতার সর্বক্ষণের সঙ্গী ছিলেন স্ত্রী নীতু সিং।
গতকাল রাতে তাঁর শাররিক অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করা হয় মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে। পরিবার সূত্রে জানা গেছে, এদিন হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বর্ষীয়ান অভিনেতার মৃত্যু খবর ফেসবুকে পোস্ট করে জানান অমিতাভ বচ্চন। তিনি জানিয়েছেন চলে গেলেন ঋষি কাপুর, আমি মর্মাহত, বিপর্যস্ত।