কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গোটা দেশজুড়ে বিক্ষোভে সামিল হয়েছেন বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি। সেইমতই সোনামুখী ব্লক এবং শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সোনামুখিতে মহামিছিলের আয়োজন তৃণমূল কংগ্রেস। সোনামুখী সিনেমাতলা থেকে মিছিল শুরু হয়ে গোটা সোনামুখী শহর পরিক্রমা করে পৌরসভা সন্নিকটে একটি পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে পা মেলান তৃণমূলের হেভিওয়েট সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামল সাঁতরা, সোনামুখী ব্লক সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায়, সম্পাদক সোমনাথ মুখার্জী, ইউসুফ মন্ডল,সহ একাধিক নেতৃত্ব। এদিনের মিছিলে প্রায় 10,000 তৃণমূল কর্মী সমর্থক অংশগ্রহণ করেছিলেন বলে দাবি শাসকের।
মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে উত্তরপ্রদেশ সম্পর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সকাল হলে এখন আর কেউ উত্তরপ্রদেশ বলে না সকলে ধর্ষণপ্রদেশ বলে। বিজেপিকে আক্রমণ করে তিনি আরও বলেন কোনও একটা এজেন্ডাকে নিয়ে বিজেপির দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। কৃষি আইন নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, যাদের টাকায় নরেন্দ্র মোদির দল চলছে, তাদের সাথে একটা চুক্তি স্বাক্ষর করতে হবে। সেই চুক্তিতে যা দাম লেখা থাকবে সেই দাম অনুযায়ী আপনাদের আলু বিক্রি করতে হবে। আর এতে আখেরে কাদের লাভ তা বুঝুন।