রক্ষককেই এবার ভক্ষকের ভূমিকায় দেখা গেল। যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে পুলিশ কর্মীদের বিরুদ্ধে তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাটি গোরক্ষপুর জেলার গোরক্ষনাথ এলাকায়। তরুণী অভিযোগ, বৃহস্পতিবার দিদির বাড়িতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে কিছু সমস্যা হওয়ায় বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নেন। বাড়ি ফেরার পথে দুই পুলিশকর্মী তিনি পতিতাবৃত্তির সঙ্গে যুক্ত বলে অভিযোগ তোলে।
তারা এরপর তাকে জোর করে বাইকে বসিয়ে রেল স্টেশনের কাছে একটি ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণ করে পুলিশকর্মীরা। বাড়ি ফিরতে চাইলে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। নিগৃহীতা জানিয়েছেন, রাত ১টা নাগাদ হাতে ৬০০ টাকা দিয়ে তাঁকে বাড়ি ফিরে যেতে বলা হয়। এরপর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের পুরো বিষয়টি জানান ওই তরুণী। শরীরের বেশ কিছু জায়গায় আঘাত থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা। অভিযোগ দুই পুলিশ আধিকারিকের নাম উল্লেখ থাকায়, পুলিশ মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে শোরগোল পড়ে গেছে। হাসপাতালে গিয়ে ওই মহিলার বয়ান রেকর্ড করেছে পুলিশ। যদিও পুলিশের বক্তব্য, ওই মহিলার কথায় বেশ কিছু অসঙ্গতি রয়েছে। তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। যদিও যোগীরাজ্যে এই ঘটনা ঘটায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নারী সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন উঠে গেল।